সিপিএমের পক্ষ থেকে এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অশেষ কুমার, মেমারি এরিয়া কমিটির সম্পাদক তাপস বসু, কৃষক সভার নেতা শান্তি ব্যানার্জি, সুদেব ঘোষ, যুব নেতা সাফাৎ মণ্ডল সহ অন্যান্য নেতাকর্মীরা। যোগ্য ব্যক্তিরা আবাস যোজনার ঘর না পেলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন সিপিএম নেতারা।
advertisement
আরও পড়ুন: মালদহ মেডিকেলের ছাত্ররা এবার মেশিনের পরিশুদ্ধ জল পান করবে
ঘটনা হল এই পূর্ব বর্ধমান জেলায় আবাস যোজনার তালিকা নিয়ে দুর্নীতির তালিকাটা খুব একটা ছোট নয়। এখানকার পঞ্চায়েত প্রধান, উপপ্রধানদের অট্টালিকা সমান বাড়ি থাকা সত্ত্বেও তাঁদের নাম দেখা গিয়েছে আবাস যোজনার তালিকায়। শাসকদলের বহু নেতার নাম এই তালিকায় ছিল। যাদের তিনতলা-চারতলা বাড়ি আছে তাঁরা তালিকা আলো করে শোভা বর্ধন করছিলেন। শুধু তাই নয় বহু গরিব মানুষ যাদের পাকা বাড়ি নেই তাঁদের নাম আবাস যোজনার তালিকা থেকে বাদ পড়ে। তবে রাজ্য সরকার ও জেলা প্রশাসনের উদ্যোগে এই জেলায় বহু অযোগ্যের নাম আবাসের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও তাতে সাধারণ মানুষের ক্ষোভ খুব একটা কমেনি।
মালবিকা বিশ্বাস