আরও পড়ুন Siliguri News: ভয়ঙ্কর লাম্পি ভাইরাস! কী এই রোগ থাবা বাসাচ্ছে? জানুন
এ দিকে এ বিষয়ে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম কৈবর্ত জানান, "এটি আসলে ফরটিফায়েড চাল এই চাল খেলে কারও কোনও অসুবিধা হবে না। এটা পুষ্টিকর চাল। আগামী দিনে এই চালই চাষ হবে জেলায়। ফলে এটা কোনও প্লাস্টিক চাল না"।
advertisement
আরও পড়ুন Siliguri News: NJP স্টেশন থেকে ট্রেনযাত্রায় যেন জ্যাকপট পাবেন যাত্রীরা! এতাই ভাল এই খবর
উল্লেখ্য, রেশন নিয়ে নানা রকম অভিযোগ নতুন কিছু নয়। জেলায় এর আগেও বহুবার রেশন দুর্নীতি সামনে এসেছে। রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। পাশাপাশি এবার প্লাস্টিক চাল দেওয়া হচ্ছে এই নিয়েও অভিযোগ উঠেছে অনেক জায়গায়। সরকারের দেওয়া রেশন সামগ্রী পাল্টে দেওয়া হচ্ছে। নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে এমন অভিযোগও আকছার ওঠে। ফলে প্রশাসনের উচিত সমগ্র ব্যাপার খতিয়ে দেখে প্রকৃত সত্য তাদের কাছে তুলে ধরা, এমনটাই দাবি স্থানীয়দের।
Malobika Biswas