আরও পড়ুন Siliguri News : রাতারাতি কোটিপতি হলেন যুবক, লটারির ১ কোটি টাকা জয় ঘুরিয়ে দিল ভাগ্যের চাকা
দাঁইহাট পুরসভার চেয়ারম্যান দীর্ঘদিন কাটোয়ার অগ্রদ্বীপ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ২০০০ সালে তিনি প্রথম দাঁইহাট পুরসভার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। এরপর ২০১৫ সালে দাঁইহাট পুরসভার কাউন্সিলর নির্বাচিত হন। ২০১৮ সালে অনাস্থা এনে পুরবোর্ডের পতন ঘটিয়ে তিনি পুর প্রধান হন। ২০২২ সালের পুরসভা নির্বাচনে ফের জয়ী হয়ে শিশির মণ্ডল দাঁইহাট পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
advertisement
আরও পড়ুন তিন মারণ রোগকে জয় বৃদ্ধের! কামাল এম আর বাঙ্গুর হাসপাতালের
একজন প্রাক্তন শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্বর বিরুদ্ধে মেয়ের বয়সী একজন তরূণীকে সহবাসের প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠায় বিস্মিত কাটোয়া মহকুমাবাসী। ভাইরাল হওয়া অডিও ও ভিডিও কথোপকথনে পুরুষ কন্ঠের ব্যক্তি দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির মণ্ডল বলে দাবি করা হয়েছে। যদিও ভাইরাল হওয়া ওই অডিও এবং ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। সেই কথোপকথন থেকে জানা যায়, তরুণী ২০২০ সালে স্নাতক হয়েছেন। তিনি কাকু সম্বোধন করে চেয়ারম্যানকে অনুরোধ করেন তাঁর একটা চাকরি করে দেওয়ার জন্য। তুই তুকারি করে ওই তরুণীর সঙ্গে কথা বলার সময়ে চেয়ারম্যান তরুণীর বাবার নাম, বাড়ির ঠিকানা, পারিবারিক অবস্থা এইসব বিষয়ে জানতে চান। পরে টেলিফোনে কথপোকথনের মধ্যেই চেয়ারম্যান ওই তরুণীকে সহবাসের প্রস্তাব দিয়ে বসেন। আর্থিক প্রলোভন দেখিয়ে তরুণীকে একটি লজে আসার কথা বলেন চেয়ারম্যান। এমনকি চেয়ারম্যান ওই তরুণীকে বলেন, 'আমাকে খুশি করতে পারলে অনেক কিছু পাবি, যেটা চাকরি করে মিলবে না।'
চেয়ারম্যান শিশির মণ্ডল যদিও ওই অডিও এবং ভিডিও কথোপকথন তাঁর নয় বলে দাবি করেছেন। তিনি বলেন,“ওই অডিওতে তাঁর গলায় অন্য কেউ এইসব কথা বলছে। এই ধরনের অশালীন কাজ কোনদিনও তিনি করেননি। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সাইবার ক্রাইমের দ্বারস্থ হবেন বলে শিশির মণ্ডল জানিয়েছেন।
Malobika Biswas