সরকারি সম্পত্তি আত্মসাতের মামলায় পূর্ব বর্ধমানের আউশগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূলের ভাল্কি অঞ্চল সভাপতি জিতেন বাগদিকে তলব করল সিবিআই। তাঁকে অবশ্য দুর্গাপুর বা কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে যেতে হবে না। ২ সেপ্টেম্বর দুপুর ৩টের মধ্যে জিতেনের বাড়িতে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই আধিকারিকরা। জিতেনের বাড়ি আউশগ্রামের প্রেমগঞ্জ গ্রামে। সেখানে গিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।
advertisement
ভাল্কি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ থেকে অরূপ মিদ্যাকে সরিয়ে জিতনকে ওই পদে বসানো হয় বলে রাজনৈতিক মহলের খবর। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর এবার দুর্নীতি মামলায় আউশগ্রামের এক শাসকদলের নেতাকে সিবিআই তলব করায় এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।
জিতেনের স্ত্রী চিন্তা বাগদি বলেন, "বাড়িতে কোনও চিঠি আসেনি। পার্টি করেন জানি কি করে কোথায় কি করেন আমি কিছুই জানি না।" জিতেন বাগদি বাড়িতে আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, "না বাড়ি নেই কোথায় গেছে জানেন না।"
এবিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র দেবু টুডু বলেন, এরকম খবর আমার জানা নেই। তবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা চলছে। এসব করে কিছু লাভ হবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে।
Malobika Biswas