লটারির দোকান বন্ধ করে গতকাল রাত সোয়া ১০ টা নাগাদ বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, বাইক চড়ে তিন দুষ্কৃতী ব্যবসায়ীর পথ আটকায় (East Bardhaman News)। তাঁর হাতের ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। বাধা দিতেই গুলি চালায় তারা। হামিদ আলির কোমরে গুলি লাগে। গুলিতে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় মাধবডিহি থানার পুলিশ হামিদকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গুলিবিদ্ধ ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
advertisement
মৃতের ভাই হানিবালি খান জানান, অন্যান্য দিনের মতোই গতকাল রাত্রে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন দাদা হামিদ আলি। তার কাছে লটারি ব্যবসার লক্ষাধিক টাকাও ছিল। তাঁর অনুমান দুষ্কৃতীদের কাছে আগাম সে খবর থাকায় টাকা লুঠের জন্যই হামলা চালানো হয়েছে। (East Bardhaman News) জানা গিয়েছে, নিহত হামিদ আলি খানের ছেলের কিছুদিন আগে দুর্ঘটনায় মৃত্যু হয়। তার কিছুদিনের মধ্যেই দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল হামিদের। শোকে ভেঙে পড়েছেন নিহতের স্ত্রী ও কন্যারা।
ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মাধবডিহি থানার পুলিশ। কি কারণে গুলি করে খুন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা । পাশাপাশি অন্যান্য থানাকেও সতর্ক করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে গত কাল রাতেই মাধবডিহি-সহ আশেপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযানে নেমে পড়ে পুলিশ (East Bardhaman News)। বিভিন্ন রাস্তায় শুরু হয় তল্লাশি। যদিও মধ্যরাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দুষ্কৃতীদের কেউই ধরা পড়েনি।
Malobika Biswas