হুগলি লাগোয়া জিটি রোডের উপর গত মঙ্গলবার সকালে স্করপিও চালক বিকাশ বিশ্বাসকে খুন করা হয়। এরপর তাঁর গাড়ি নিয়ে চম্পট দেয় যাত্রীবেশে আসা দুষ্কৃতীরা। ওই গাড়ি চালককে গুলি করেছিল দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিকাশ বিশ্বাসের।
আরও পড়ুন: হিমঘরে রাখা আলু পচে গিয়েছে! ক্ষতিপূরণ না পেয়ে আন্দোলন চাষিদের
advertisement
এই ঘটনার পর থেকেই আতঙ্কে ভুগছেন বর্ধমান ট্যাক্সি স্ট্যান্ডের ট্যাক্সি চালকরা। এই ঘটনার পর থেকে তাঁরা নিজেদের অসুরক্ষিত মনে করছেন। কীভাবে আগামীদিনে যাত্রীদের ভরসা করবেন তা ভেবে পাচ্ছেন না। এই বিষয়ে ট্যাক্সি চালক শেখ সাজু-শিবনাথ মিশ্ররা বলেন, আমরা নিরাপদে নেই। ভাড়া নিয়ে যেতেও ভয় করছে। কার ব্যাগে কী আছে, কী নিয়ে তাঁরা আসছে তা আমরা কীভাবে দেখব। এই পরিস্থিতিতে ট্যাক্সি স্ট্যান্ডে তাঁরা সিসিটিভি ক্যামেরা লাগানোর দাবি তুলেছেন। এই পরিস্থিতিতে গাড়িতে যাত্রী তুলতে দ্বিধায় ভুগছেন ট্যাক্সি চালকরা। বিশেষ করে রাত হলেও অনেকেই আর যাত্রী নিচ্ছেন না। ফলে তাঁদের রোজগারও ভালোমত ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বানোয়ারীলাল চৌধুরী