হোম /খবর /পূর্ব বর্ধমান /
হিমঘরেই পচে গিয়েছে আলু! ক্ষতিপূরণ না পেয়ে এ কী করলেন চাষিরা

East Bardhaman News: হিমঘরে রাখা আলু পচে গিয়েছে! ক্ষতিপূরণ না পেয়ে আন্দোলন চাষিদের

X
title=

আলু সংরক্ষণের জন্য হিমঘরে রাখা হয়। কিন্তু সেখানেই পচে গিয়েছে সব আল। হিমঘর মালিক ক্ষতিপূরণ দেবেন বলে প্রতিশ্রুতি দেন। কিন্তু ১১ মাসে কোন‌ও টাকা দেয়নি। প্রতিবাদে ব্যাপক আন্দোলন চাষিদের

  • Share this:

পূর্ব বর্ধমান: হিমঘরে নষ্ট হয়ে যাওয়া আলুর ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ চাষিদের। জিটিরোড অবরোধ করে বিক্ষোভ দেখান আলু চাষিরা। তিরুপতি হিমঘরের সামনে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেন। এই ঘটনায় ব্যাপক যানজট তৈরি হয় এলাকায়।

মেমারির নিমো-১ পঞ্চায়েতের বিষ্ণুপুরে অবস্থিত তিরুপতি হিমঘর। আলু চাষিদের অভিযোগ, ১১ মাস আগে এই হিমঘরে রাখা সব আলু নষ্ট হয়ে যায়। ক্ষতিপূরণের জন্য বারবার বিভিন্ন মহলের দ্বারস্থ হয়েছেন তাঁরা। কিন্তু সমস্যা সমাধানের আশ্বাস পাওয়া গেলেও কাজের কাজ হয়নি। এর আগে চাষিরা হাইরোড এবং কার্জনগেট চত্বরেও বিক্ষোভ দেখিয়েছিলেন। তাঁরা জানান, প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা না পেয়ে বাধ্য হয়েই হিমঘরের সামনের রাস্তা অবরুদ্ধ করেন। যাতে বাইরের আলু এই হিমঘরে প্রবেশ করতে না পারে এবং ভিতরের আলু বাইরে আনতে না পারে হিমরঘর কর্তৃপক্ষ।

আরও পড়ুন: আজ ষষ্ঠ দফা, টেট-এর ইন্টারভিউ প্রক্রিয়া দ্রুত শেষ করার তোড়জোড়, তবে কি পঞ্চায়েতের আগেই নিয়োগ?

এই ঘটনায় কয়েকশো চাষি রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান। ফলে যানজটের সৃষ্টি হয়। মেমারি থানার পুলিশএসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অংশগ্রহণকারী এক ব্যক্তি বলেন, "১১ মাস আগে আমরা স্টোর থেকে আলু বের করতে গিয়ে দেখি যা আলু বেরোচ্ছে সব পচা। সেই থেকে আমাদের এই আন্দোলন চলছে। অধিক দর থাকা অবস্থায় মালিক টাকা দিতে রাজি হয়েছিল। কিন্তু এখনও সেই টাকা আমরা পাইনি। মালিক এখন টাকা না দিয়ে যারা আন্দোলন করছে তাদের নামে ধরে ধরে কেস করছে।" আন্দোলনকারীদের দাবি, সাতদিনের মধ্যে তাঁদের টাকা ফিরিয়ে দিতে হবে।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Agriculture, East Bardhaman news, Farmers, Potato, Protest