TRENDING:

Purba Bardhaman: উচ্ছেদ স্থগিত, আপাতত স্বস্তি হকার্সদের

Last Updated:

বেশ কয়েকদিন আগেই রেল দফতরের তরফে নোটিশ দেওয়া হয়েছিল বলগোনা রেলটেশন চত্বরে যে সমস্ত হকার্স রয়েছেন তাদেরকে দোকান ছেড়ে চলে যেতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : বেশ কয়েকদিন আগেই রেল দফতরের তরফে নোটিশ দেওয়া হয়েছিল বলগোনা রেলটেশন চত্বরে যে সমস্ত হকার্স রয়েছেন তাদেরকে দোকান ছেড়ে চলে যেতে হবে। ২৬ তারিখ সমস্ত দোকান তুলে ফেলতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়। গত কয়েকদিন ধরে এ নিয়ে লাগাতার আন্দোলন চালিয়েছে হকার্সরা রেলস্টেশন চত্বরে। একটি হকার উচ্ছেদ প্রতিরোধ মঞ্চ করেন তাঁরা। এই আন্দোলনের জেরে রেল কর্তৃপক্ষ বাধ্য হয়ে আপাতত বন্ধ করে দিল হকার্স মার্কেট উচ্ছেদের কাজ।
advertisement

বলগোনা মালডাঙ্গা সড়ক পথের দুপাশে রেলের জায়গায় ১০৯ টির মতো দোকান রয়েছে দোকানগুলির কোনওটির মাটির ও কোনওটি ইঁটের দেওয়াল। সেই দোকানগুলি উচ্ছেদের নির্দেশ দিয়েছিল রেল। তবে সেই নির্দেশ থেকে আপাতত স্থগিত থাকল রেল। আন্দোলনের জেরেই এই সিধান্ত। খুশি ১০৯ টি দোকানের মালিক । ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী জানান, এটি বড়সড় সফলতা। যদিও রেলের সিনিওর সেকশন ইঞ্জিনিয়ার জয় চক্রবর্তী বলেন, আন্দোলনকারীরা আরও কিছুদিন সময় চেয়েছে তাই এই প্রতিক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সেমিনার

এদিকে রেলের সিনিওর সেকশন ইঞ্জিনিয়ার সঙ্গে ছিলেন আরপিএফ ইন্সপেক্টর সুনীল কুমার সিং। আন্দোলনকারী শান্তনু কুমার জানান, আন্দোলনের জেরে পিছু হটতে বাধ্য হয়েছে রেল দফতর । রেল দফতরের কাছে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য দাবি জানানো হয়েছে। উচ্ছেদ স্থগিত, স্বস্থি পেয়েছেন বলগোনা রেল স্টেশনের হকার্সরা। তবে পাকাপাকি ভাবেই যে তাদের উচ্ছেদ হবে না সেই নির্দেশ দেয়নি রেল। ফলে এখন দেখার এর পর নতুন কি সিধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শ্মশানের সামনে ভূত-প্রেতের নাচ! বছরের পর বছর ধরে চলছে গা ছমছমে রেওয়াজ
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: উচ্ছেদ স্থগিত, আপাতত স্বস্তি হকার্সদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল