বলগোনা মালডাঙ্গা সড়ক পথের দুপাশে রেলের জায়গায় ১০৯ টির মতো দোকান রয়েছে দোকানগুলির কোনওটির মাটির ও কোনওটি ইঁটের দেওয়াল। সেই দোকানগুলি উচ্ছেদের নির্দেশ দিয়েছিল রেল। তবে সেই নির্দেশ থেকে আপাতত স্থগিত থাকল রেল। আন্দোলনের জেরেই এই সিধান্ত। খুশি ১০৯ টি দোকানের মালিক । ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী জানান, এটি বড়সড় সফলতা। যদিও রেলের সিনিওর সেকশন ইঞ্জিনিয়ার জয় চক্রবর্তী বলেন, আন্দোলনকারীরা আরও কিছুদিন সময় চেয়েছে তাই এই প্রতিক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সেমিনার
এদিকে রেলের সিনিওর সেকশন ইঞ্জিনিয়ার সঙ্গে ছিলেন আরপিএফ ইন্সপেক্টর সুনীল কুমার সিং। আন্দোলনকারী শান্তনু কুমার জানান, আন্দোলনের জেরে পিছু হটতে বাধ্য হয়েছে রেল দফতর । রেল দফতরের কাছে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য দাবি জানানো হয়েছে। উচ্ছেদ স্থগিত, স্বস্থি পেয়েছেন বলগোনা রেল স্টেশনের হকার্সরা। তবে পাকাপাকি ভাবেই যে তাদের উচ্ছেদ হবে না সেই নির্দেশ দেয়নি রেল। ফলে এখন দেখার এর পর নতুন কি সিধান্ত নেয় রেল কর্তৃপক্ষ।
Malobika Biswas