আরও পড়ুন: ‘বঙ্গভঙ্গের’ দাবি তোলা অনন্ত মহারাজ রাজ্যসভায় বিজেপির প্রার্থী? নিশীথ সাক্ষাতের পর তুঙ্গে জল্পনা
পূর্ব বর্ধমানের সর্বত্রই এবার তৃণমূলের জয়জয়কার। তার মধ্যে কিছুটা হলেও ভালো ফল করেছে বামেরা। কিন্তু পূর্বস্থলীর এই দুটি পঞ্চায়েতে জিতে জেলায় সাড়া ফেলে দিয়েছে বিজেপি। ঝাউডাঙা পঞ্চায়েতের ৬ টি আসনের মধ্যে ৩ টি-তে জয়ী হয়েছে বিজেপি, ১ টি আসন গিয়েছে সিপিএমের দখলে এবং ২ টি পেয়েছে তৃণমূল। পাটুলি পঞ্চায়েতের ১৩ টি আসনের মধ্যে ৯ টি আসনে জিতের নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছে গেরুয়া শিবির। বাকি চারটি আসন পেয়েছে তৃণমূল
advertisement
দলের এই জয় প্রসঙ্গে বিজেপি নেতা প্রহ্লাদ ঘোষ বলেন, এই জয়ের একটাই কারণ শাসক দলের সন্ত্রাসে বীতশ্রদ্ধ হয়ে মানুষ আমাদেরকে বেছে নিয়েছে। এই দুটি পঞ্চায়েত দখল করার আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা।