আজকে বর্ধমান শহরের মধ্যে আপনাদের এমন এক জায়গার সন্ধান দেবো যেখানে , খুবই কম দামের মধ্যে পাবেন জামাকাপড়। তবে এই জায়গা থেকে কেনাকাটা করতে গেলে আপনাদের আসতে হবে শুক্রবার। বর্ধমান শহরের পারবীরহাটা স্টেট ব্যাঙ্কের নিচে, প্রতি শুক্রবার বসে তাঁতের হাট। এই জায়গাতেই খুব কম দামে পাবেন জামাকাপড়।
আরও পড়ুন-জাহ্নবীর ছবি ফাঁস ‘পর্ন’ সাইটে? চরম হেনস্থার শিকার নায়িকা, পরিণতি ভয়ঙ্কর!
advertisement
এই হাট কখন শুরু হয় ? কী কী পাওয়া যায় এই প্রসঙ্গে হাটের দেখাশোনার দায়িত্বে থাকা অরুণ দা নামে এক ব্যক্তি জানান, এই হাট শুরু হয় সকাল ৭ টার পর । প্রত্যেক শুক্রবার বসে এই হাট। বেশিরভাগ তাঁতের জিনিস পাওয়া যায় । কিন্তু এখন তাঁত ছাড়াও জামা , পাঞ্জাবি, কুর্তি রেডিমেড সব পোশাকই পাওয়া যাচ্ছে । পুজোর আগে ভিড় ভালই রয়েছে । দুর্গাপুজো, বাঙালির সবথেকে বড় পুজো । আর এই পুজো আসতে খুব বেশি দেরি নেই । সেরকমই পুজোর আগে শুক্রবার ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় এই হাটে। বেচাকেনাও চলে জোর কদমে। দূর-দূরান্ত থেকে বহু মানুষজন আসে এই হাটে কেনাকাটা করতে । তাই পুজোর আগে হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখেও ।
আরও পড়ুন-‘মা’ হওয়ার পর প্রথমবার সন্তানের মুখ দেখালেন মিষ্টি, একরত্তির আদুরে ছবি ভাইরাল নেটদুনিয়ায়
এই প্রসঙ্গে বিপ্লব বসাক নামে এক ব্যবসায়ী জানান, পুজোর আগে ভিড় ভাল রয়েছে। বেচাকেনা মোটামুটি ভালই হচ্ছে । কেউ যদি এই মার্কেটে শপিং করতে আসে, তাকে ঘুরে যেতে হবে না । এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায় । যা চাইবেন তাই পাবেন। বর্ধমান শহরের মধ্যে প্রতি শুক্রবার এই হাটে উপচে পড়ে ভিড় । বর্ধমান শহর সংলগ্ন বিভিন্ন গ্রাম থেকে মানুষজন আসেন এই হাটে। তবে শুধুমাত্র গ্রাম নয়, বর্ধমান শহরেরও বহু মানুষ এই হাটে কেনাকাটা করতে আসেন ।
এই হাট প্রসঙ্গে বর্ধমান শহরের বড়নিলপুর এলাকার মিঠু ভট্টাচার্য জানান, বর্ধমানে বিভিন্ন জায়গা থাকতে শুধুমাত্র এই জায়গাতে কারণ, এখানে ভ্যারাইটি রয়েছে জিনিসের দামও কম । এক ছাদের তলায় সবরকম দেখা যায় । আগে শুধু শাড়িটায় বেশি ছিল , কিন্তু এখন শাড়ি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় । আগে এই হাটে শুধুমাত্র শাড়ি পাওয়া যেত। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন প্রায় সব ধরনের পোশাকই পাওয়া যায় । এক ছাদের তলায় পেয়ে যাবেন বিভিন্ন রকমের জামাকাপড়, দামও আপনার সাধ্যের মধ্যেই। তাই এ বছর পুজোতে কম পয়সায় কেনাকাটা করতে চাইলে আসতেই পারেন বর্ধমান পারবিরহাটা তাঁতের হাটে।
বনোয়ারীলাল চৌধুরী