TRENDING:

Purba Bardhaman News: পদস্থ কর্তাদের আগমনেই হয় বর্ধমান স্টেশন পরিষ্কার! বাকি দিন নোংরা!

Last Updated:

বর্ধমান স্টেশন একটি অতি পরিচিত জংশন। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের আসা যাওয়া। স্টেশনটি প্রতিদিন সে রকম ভাবে পরিষ্কার বা সাফাই করা হয় না জমে থাকে আবর্জনা ছড়ায় দুর্গন্ধ কিন্তু রেল প্রশাসনের উচ্চ পদস্থ কর্তা ব্যক্তিরা এলে সেই জংশন স্টেশনটি ঝা চকচকে করে তোলা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : বর্ধমান স্টেশন একটি অতি পরিচিত জংশন। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের আসা যাওয়া। স্টেশনটি প্রতিদিন সে রকম ভাবে পরিষ্কার বা সাফাই করা হয় না জমে থাকে আবর্জনা ছড়ায় দুর্গন্ধ কিন্তু রেল প্রশাসনের উচ্চ পদস্থ কর্তা ব্যক্তিরা এলে সেই জংশন স্টেশনটি ঝা চকচকে করে তোলা হয়। রঙের উপড় রংয়ের প্রলেপ দিয়ে চাকচিক্য করে দেওয়া হয়। এর পাশাপাশি বর্ধমান জংশন স্টেশন চত্বরে যেসব ছোট ছোট দোকানদাররা ব্যবসা করেন রুজি রুটির আশায়, তাদেরকেও সেই সময় সরিয়ে দেওয়া হয়।
advertisement

যাতে উচ্চপদস্থ রেল কর্মীদের আসার দিনটা স্টেশন চত্বর পুরো পরিষ্কার থাকে এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এসে বর্ধমান স্টেশন আধিকারিকদের প্রশংসা করেন। এভাবে মাসের মধ্যে বেশ কয়েকবার স্টেশন চত্বরের দোকানগুলি বন্ধ রাখা হয়। ফলে যেমন অসুবিধায় পড়েন দোকানদাররা, তেমনই ভোগান্তির শিকার হন ট্রেনের যাত্রীরাও। সেই মতন এদিনও হাওড়া ডিভিশনের উচ্চ পদস্থ আধিকারিকরা আসেন এবং স্টেশনের বিভিন্ন দিক খতিয়ে দেখেন এরই মধ্যে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হয় এদিন তিন জোড়া লোকাল ট্রেন কড এবং মেন শাখায় বাতিল করা হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ জাল নোট সহ বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার ভাটপাড়ার তিন দুষ্কৃতী

এই শুনে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা বর্ধমান স্টেশনের আধিকারিকদের কাছ থেকে এর জবাবদিহি যান এবং সেরকম সদুত্তর না পাওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন এর পাশাপাশি যাত্রীদের কাছেও মেলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। তবে কিন্তু বর্ধমান স্টেশন ম্যানেজার সপন অধিকারী কোনরকম প্রতিক্রিয়া দিতে চাননি।

advertisement

View More

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: পদস্থ কর্তাদের আগমনেই হয় বর্ধমান স্টেশন পরিষ্কার! বাকি দিন নোংরা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল