জানা গিয়েছে, গভীর রাতে হাতে একটি ব্যাগ নিয়ে কোহিনুর বিবি নামে ওই মহিলা কাটোয়ার মরিঘাটের দিক থেকে কাটোয়া শহরের দিকে আসছিল। সেই সময় ওই রাস্তায় রুটিন টহলদারি চালাচ্ছিল কাটোয়া থানার পুলিশ । এরমধ্যেই পুলিশের গাড়ি দেখে ওই মহিলাটি তাঁর সঙ্গে থাকা ব্যাগটিকে আড়াল করার চেষ্টা করে । বিষয়টি নজরে আসে পুলিশের। এরপর পুলিশ মহিলার কাছে গিয়ে ব্যাগে কি আছে জানতে চায়। ওই সময় মহিলার কথা বার্তায় অসঙ্গতি ধরা পড়ায় পুলিশ ব্যাগটিতে তল্লাশি চালায়। তখনই পুলিশ মহিলার ব্যাগের ভিতরে পাইপগান ও কার্তুজ দেখতে পায়।এর পরই ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ ।
advertisement
আরও পড়ুন: দলমার হাতিদের জব্দ করবে শম্ভু ও মীনাক্ষি! তিন দিনের সফরে দুর্গাপুর হয়ে ঝাড়গ্রামে পৌঁছল তারা!
পুলিশের দাবি, জেরার ধৃত কহিনুর বিবি স্বীকার করেন, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ তিনি নদিয়া জেলা থেকে এনেছিল। বিক্রির জন্য সেটি তিনি কাটোয়া এলাকার এক খরিদ্দারের কাছে নিয়ে যাচ্ছিল ।বর্তমানে মহিলাদের কাজে লাগানো হচ্ছে গাঁজা, আগেয়াস্ত্র পাচারে। এই পাচারকারীর চক্ররা মহিলাদের দিয়ে অনায়াসেই পাচারের কাজ করিয়ে নেয় । অনেক ক্ষেত্রে মহিলাদের দেখে সন্দেহ হয় না পুলিশের, সেই সুযোগকে কাজে লাগায় পাচারকারীরা । যা নিয়েই চিন্তা বাড়ছে প্রশাসনের।
Malobika Biswas