এই প্রসঙ্গে অনিল তাঁতী নামে এক ভক্ত জানান,আজকে হচ্ছে আমাদের ভোলে বাবার জম্মদিন। সেই উপলক্ষ্যে সবাই আনন্দ করে আসছে । কাটোয়া থেকে জল এনে ঢালা হচ্ছে এখানে । প্রতি বছর আজকের দিনে ভিড় হয় । আন্দাজ ৫০ হাজারের বেশি ভক্তরা আসে জল ঢালতে। যতক্ষণ না যাত্রীরা জল ঢালা শেষ করছে ততক্ষণ এই ভিড় থাকবে ।
advertisement
আরও পড়ুন:
এদিনে মন্দির প্রাঙ্গণে এই বিশালাকার আয়োজন প্রসঙ্গে মন্দিরের সম্পাদক শিবদাস মণ্ডল জানান, এটা কে নির্মাণ করেছিলেন নির্দিষ্টভাবে কার তৈরি এটা কেউই বলতে পারেননি । আমরা মনে করি এটা খুব প্রাচীন শিব এবং তার প্রচারের উদ্দেশ্যে আমাদের এই আয়োজন । যতদিন যাচ্ছে ভিড় বাড়ছে । এই হাজার হাজার ভক্তের ভিড় সামলানোর জন্য এবং তাদের নিরাপত্তার জন্য রয়েছে পুলিশি ব্যবস্থা। এছাড়াও আজকের দিনে এই মন্দিরে সন্ধ্যের পর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় থাকে। সবমিলিয়ে আজকের দিনে মোটাবাবার আবির্ভাব দিবস উদযাপন করতে শুধু বর্ধমান নয় দূরদূরান্তের বহু মানুষ মেতে উঠেছেন ।
Bonoarilal Chowdhury