TRENDING:

Bardhaman News: বেহাল জল নিকাশি ব্যবস্থা বিক্ষোভ বর্ধমানে! জানুন

Last Updated:

Bardhaman News: নিয়মিত এলাকার নর্দমা সাফাই হয়না।।ফলে জঞ্জাল জমে নর্দমা থেকে জল উপচে পড়ছে। দূষিত জল রাস্তায় এসে পড়ছে। রোগ ছড়াচ্ছে এলাকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান:  নিয়মিত পরিষ্কার হয় না নর্দমা, আর যার জেরে নর্দমার দূষিত জল উপছে পড়ছে এলাকায়, ছড়াচ্ছে দূষণ। স্থানীয় প্রশাসনকে বারংবার জানিয়েও হয়নি সমস্যার সমাধান। তাই এবার বাধ্য হয়ে বিক্ষোভে নামল বর্ধমান শহরের নীলপুর এলাকার স্থানীয় বাসিন্দারা। বর্ধমান পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নীলপুর মধ্য পাড়া এলাকার বাসিন্দারা নর্দমা পরিষ্কারের দাবিতে তুমুল বিক্ষোভ দেখালেন। তাঁদের অভিযোগ , নিয়মিত এলাকার নর্দমা সাফাই হয়না।।ফলে জঞ্জাল জমে নর্দমা থেকে জল উপচে পড়ছে। দূষিত জল রাস্তায় এসে পড়ছে। রোগ ছড়াচ্ছে এলাকায়। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সুভাষ বাবু জানান ,
advertisement

নর্দমার মুখ বন্ধ হয়ে যাওয়ার জেরে তার বাড়ির দাওয়ায় নোংরা জল উঠে যাচ্ছে। এমনকি জল উঠছে পড়ে যাতায়াতেরও সমস্যা হয়। পেশায় অধ্যাপক সুভাষ বাবু আরো বলেন, রাস্তায় নোংরা জল থাকার জেরে তিনি যে সমস্ত ছাত্র-ছাত্রীদের পড়ান তাদের বাড়িতে আসতেও অসুবিধা হয়।

স্থানীয় মানুষজনের আরো অভিযোগ ২০১১ সাল থেকে বারংবার দরখাস্ত দিয়েও এই সমস্যার কোনরকম কোন সমাধান হয়নি।

advertisement

আরও পড়ুন: ফের গুলির শব্দে কেঁপে উঠল ইসলামপুর! জমি বিবাদের জেরে তুমুল গোলাগুলি

View More

এমতঅবস্থায় অবিলম্বে জল নিকাশি সমস্যার সমাধান চাইছেন স্থানীয় এলাকার মানুষজন।অবিলম্বে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের ডাকও দিয়েছেন তারা। যদিও এই পুরো ঘটনায় এলকার কাউন্সিলর কোনও রকম মন্তব্য করতে চাননি।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Bonoarilal Chowdhury

advertisement

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Bardhaman News: বেহাল জল নিকাশি ব্যবস্থা বিক্ষোভ বর্ধমানে! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল