নর্দমার মুখ বন্ধ হয়ে যাওয়ার জেরে তার বাড়ির দাওয়ায় নোংরা জল উঠে যাচ্ছে। এমনকি জল উঠছে পড়ে যাতায়াতেরও সমস্যা হয়। পেশায় অধ্যাপক সুভাষ বাবু আরো বলেন, রাস্তায় নোংরা জল থাকার জেরে তিনি যে সমস্ত ছাত্র-ছাত্রীদের পড়ান তাদের বাড়িতে আসতেও অসুবিধা হয়।
স্থানীয় মানুষজনের আরো অভিযোগ ২০১১ সাল থেকে বারংবার দরখাস্ত দিয়েও এই সমস্যার কোনরকম কোন সমাধান হয়নি।
advertisement
আরও পড়ুন: ফের গুলির শব্দে কেঁপে উঠল ইসলামপুর! জমি বিবাদের জেরে তুমুল গোলাগুলি
এমতঅবস্থায় অবিলম্বে জল নিকাশি সমস্যার সমাধান চাইছেন স্থানীয় এলাকার মানুষজন।অবিলম্বে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের ডাকও দিয়েছেন তারা। যদিও এই পুরো ঘটনায় এলকার কাউন্সিলর কোনও রকম মন্তব্য করতে চাননি।
Bonoarilal Chowdhury
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
April 07, 2023 9:33 PM IST