North Dinajpur News: ফের গুলির শব্দে কেঁপে উঠল ইসলামপুর! জমি বিবাদের জেরে তুমুল গোলাগুলি

Last Updated:

North Dinajpur News: ফের গুলির শব্দে কেঁপে উঠল ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর। জানুন

ফের গুলির শব্দে কেঁপে উঠল ইসলামপুর
ফের গুলির শব্দে কেঁপে উঠল ইসলামপুর
ইসলামপুর: ফের গুলির শব্দে কেঁপে উঠলইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর। তবে এবার জমি মাফিয়াদের যোগসাজসে সীমানা প্রাচীর ঘেরাকে কেন্দ্র করে গুলি চলার ঘটনায় শ্রীকৃষ্ণপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্প্রতি দুই চা পাতা ব্যবসায়ীর মধ্যে গুলি চলার ঘটনা ঘটেছিল। শুক্রবার ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় জমির সীমানা প্রাচীর তৈরির ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইসলামপুর থানার পুলিশ। জানা গিয়েছে শ্রীকৃষ্ণপুরের সুভাষপল্লী এলাকায় বেশ কয়েকজনের জমি রয়েছে। বিতর্কিত জমির একাংশের দাবীদার অমল দত্তের অভিযোগ, মাপনা করে দখল করতে আসেন স্হানীয় পঞ্চায়েত সমিতির সদস্যার প্রতিনিধি ও কিছু লোকজন। তাদের বাধা দিতে গেলে তাঁরা শুন্যে গুলি চালায়। গুলি চলার ঘটনায় আমরা আতঙ্কিত।
advertisement
advertisement
পাল্টা অমল দত্তের বিরুদ্ধে জমি মাফিয়াদের দিয়ে গুলি চালিয়ে এলাকায় ভয় ভীতির পরিবেশ তৈরি করে জমি দখল করার অভিযোগ এনেছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যার প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা গৌতম বিশ্বাস জানিয়েছেন, দীর্ঘ দুই মাস ধরে এখানে জমি নিয়ে গন্ডগোল চলছে। জমির মালিকদের পাশাপাশি অমল দত্তের কাছেও নাকি পাট্টা রয়েছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু সমাধানের দাবী জানিয়েছি।অন্যদিকে স্হানীয় পঞ্চায়েত সমিতির সদস্যার প্রতিনিধি অভীক হালদার জানিয়েছেন, সমস্যার কথা শুনে ঘটনাস্থলে গিয়ে সমাধান করার চেষ্টা করেছি। আমার বিরুদ্ধে গুলি চালনার অভিযোগ মিথ্যা। পাল্টা অমল দত্ত লোকজন নিয়ে এসে জমি দখল করার চেষ্টা করেছে এবং গোলাগুলিও হয়েছে। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার জানিয়েছেন, গুলি চলার খবর জানি না। গন্ডগোলের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেব।
advertisement
চঞ্চল মোদক
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: ফের গুলির শব্দে কেঁপে উঠল ইসলামপুর! জমি বিবাদের জেরে তুমুল গোলাগুলি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement