প্রতি বছরের মতো এবছরও এই পুজো কমিটির সদস্যরা জগদ্ধাত্রী পুজোর থিমের মন্ডপসজ্জা দেখিয়ে তাক লাগাল। স্বাধীনতা দিবসের ৭৫ তম বর্ষে এবছর এই বোর হাট ফ্রেন্ডস ক্লাবের জগদ্ধাত্রী পুজোর থিম জাতীয় উদ্যান।দেবী দুর্গার অন্যতম রূপ জগদ্ধাত্রী। আর এই জগদ্ধাত্রী পুজোও হয় চার দিনব্যাপী। অর্থাৎ সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী। সপ্তমী অষ্টমী পুজোর পর নবমীতে এই পুজো মণ্ডপে হয় খ্যান অর্থাৎ বলি।
advertisement
মূলত এখানে সন্দেশ বলি হয়। দেবীর সামনে সন্দেশ বলি দেওয়া হয়। এরপর হয় কুমারী পুজো। একজন কুমারী কে নিয়ে এসে কাকে দিবি জ্ঞানী পুজো করা হয় এই মণ্ডপে। এদিন সকালে কুমারী পুজোর আগে হয় আরতি। সেই আরতি হয় দেখার মত। এই আরতি দেখতে এলাকার পাশাপাশি অন্যান্য জায়গা থেকেও সাধারণ মানুষ আসেন এই পুজো মন্ডপে। এদিন সন্ধ্যেবেলা আয়োজন করা হয় মহা ভোগের। শুধুই যে চারদিনব্যাপী পূজা হয় তা নয়। পুজোর চার দিন সংস্কৃতি অনুষ্ঠানে এতে উঠেন এলাকার বাসিন্দারা। এছাড়াও দশমীর পরদিন অর্থাৎ দেবীর বিসর্জনের দিন হয় সিঁদুর খেলা।মূলত এই পুজো কমিটির সদস্যরা কোনরকম চাঁদা না তুলেই গোটা পুজোর কাজকর্ম সারেন।
Malobika Biswas