অবিভাবকদের সন্দেহ চার শিশুকে অপহরণ করে পাচারের পরিকল্পনা ছিল গাড়ি চালকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মত এদিন সকালেও স্কুলে যাচ্ছিল প্রথম শ্রেনীর পড়ুয়া প্রীতম দে, তৃতীয় শ্রেনীর পড়ুয়া সুপর্না বিশ্বাস এবং দ্বিতীয় শ্রেনীর দুই পড়ুয়া রনিতা বালা ও দিশা মাল । তারা সকলেই উদ্ধারনপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া। ওই চারজন উদ্ধারনপুর- বোলপুর রোড ধরে যাওয়ার সময় সুজিত দাস চারচাকা গাড়ি নিয়ে এসে তাদের পাশে দাঁড়ায় । তারপর সে চার পড়ুয়াকে জোর করে গাড়িতে তুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর পড়ুয়ারা একসঙ্গে কান্নাকাটি করতে শুরু করলে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় গাড়িটির পিছু ধাওয়া করে। কিছু দুর যেতেই তাঁরা গাড়িটিকে ধরে ফেলেন।
advertisement
গাড়ির চালককে আটকে রাখে স্থানীয় লোকজন। এরপর খবর পেয়ে কেতুগ্রাম থানার পুলিশ গিয়ে চালককে থানায় আনে। পাশাপাশি গাড়িটি আটক করে পুলিশ। পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চালককে গ্রেফতার করে পুলিশ। অভিভাবক রুম্পা বালা, সদানন্দ বিশ্বাসরা বলেন, গাড়ির চালক তাদের ছেলেমেয়েদের স্কুলে পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে উঠতে বলে। কিন্তু তারা রাজি না হওয়ায় চারজনকে জোর করে গাড়িতে তুলে পালানোর চেষ্টা করে। ছেলেমেয়েরা কান্নাকাটি শুরু করলে গাড়িটি ধরে ফেলা হয়। তাঁদের সন্দেহ চার শিশুকে অপহরণ করে পাচারের পরিকল্পনা করেছিল গাড়ি চালক । পুলিশ সূত্রে খবর, বীরভূম জেলার বোলপুর থানার বল্লভপুর এলাকার বাসিন্দা সুজিত দাস নামে ধৃত গাড়ির চালক দাবি করেছে চার পড়ুয়াকে স্কুলে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই সে গাড়িতে তুলেছিল। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে চালককে গ্রেফতার করা হয়েছে । ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
Malobika Biswas