TRENDING:

Purba Bardhaman: বজরংবলি, দুর্গা, বাঁকে বিহারী ও গণেশের নিত্য পুজো হচ্ছে শহরের এই মন্দিরে

Last Updated:

কলস যাত্রার মধ্যে দিয়ে জোড়া মন্দির ধামের উদ্বোধন হল শহর বর্ধমানের জিটি রোড লক্ষ্মীপুর এলাকায়। উপস্থিত ছিলেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ছিলেন রামকৃষ্ণ আশ্রমের মহারাজ সহ মন্দির কমিটির সদস্যগণ ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : কলস যাত্রার মধ্যে দিয়ে জোড়া মন্দির ধামের উদ্বোধন হল শহর বর্ধমানের জিটি রোড লক্ষ্মীপুর এলাকায়। উপস্থিত ছিলেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ছিলেন রামকৃষ্ণ আশ্রমের মহারাজ সহ মন্দির কমিটির সদস্যগণ । জানা যায়, বহু প্রাচীন এই মন্দির। দীর্ঘদিন ধরে অবহেলায় পরেছিল সংস্কারের অভাবে। তাই স্থানীয় কিছু ব্যক্তি নিজেদের উদ্যোগেই এই মন্দির সংস্কারের কাজ শুরু করেন। কার্যত পুরাতন মন্দিরকে বহাল রেখে মন্দির সংলগ্ন জমির উপর নবরূপে জোড়া মন্দিরটি তৈরি করা হয়।
advertisement

মন্দির সংস্কারে যারা এগিয়ে আসেন তাঁর হলেন সুভাষ পোদ্দার, রাজু মিশ্র, রণজিৎ সাউ। এছাড়াও এই কাজে এগিয়ে আসেন অন্যান্য এলাকাবাসীগণ। ইতিমধ্যেই জোড়া মন্দির ধামে মূর্তি স্থাপন করা হয়েছে। বজরংবলি, দুর্গা, বাঁকে বিহারী ও গণেশের মূর্তি বসানো হয়েছে মন্দিরে। প্রাচীন কালের এই মন্দির দর্শন করতে ইতিমধ্যেই ভিড় করতে শুরু করেছেন ভক্তরা। মন্দির উদ্বোধনের দিন ভক্তদের ভোগ বিতরণ করা হয়।

advertisement

আরও পড়ুনঃ নিখোঁজ মূক ও বধির মেয়েকে খুঁজে বেরাচ্ছেন অসহায় মা

এদিন প্রায় পাঁচ হাজার জনকে ভোগ খাওয়ানো হয় ।মন্দির কমিটির সদস্যরা বলেন, এবার থেকে নিত্য পুজো হবে বজরংবলি, দুর্গা, বাঁকে বিহারী ও গণেশের । আরতি হবে সকাল ও সন্ধ্যে। সারাদিন খোলা থাকবে মন্দিরের দরজা। প্রায় কয়েক বছর পর এই জোড়া মন্দির সংস্কার হল। বহু প্রতীক্ষার পর অবশেষে জোড়া মন্দির ধামের উদ্বোধন হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। কমিটির দাবি আগামীদিনে জোড়া মন্দির ধাম তীর্থ স্থানে পরিণত হবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: বজরংবলি, দুর্গা, বাঁকে বিহারী ও গণেশের নিত্য পুজো হচ্ছে শহরের এই মন্দিরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল