মন্দির সংস্কারে যারা এগিয়ে আসেন তাঁর হলেন সুভাষ পোদ্দার, রাজু মিশ্র, রণজিৎ সাউ। এছাড়াও এই কাজে এগিয়ে আসেন অন্যান্য এলাকাবাসীগণ। ইতিমধ্যেই জোড়া মন্দির ধামে মূর্তি স্থাপন করা হয়েছে। বজরংবলি, দুর্গা, বাঁকে বিহারী ও গণেশের মূর্তি বসানো হয়েছে মন্দিরে। প্রাচীন কালের এই মন্দির দর্শন করতে ইতিমধ্যেই ভিড় করতে শুরু করেছেন ভক্তরা। মন্দির উদ্বোধনের দিন ভক্তদের ভোগ বিতরণ করা হয়।
advertisement
আরও পড়ুনঃ নিখোঁজ মূক ও বধির মেয়েকে খুঁজে বেরাচ্ছেন অসহায় মা
এদিন প্রায় পাঁচ হাজার জনকে ভোগ খাওয়ানো হয় ।মন্দির কমিটির সদস্যরা বলেন, এবার থেকে নিত্য পুজো হবে বজরংবলি, দুর্গা, বাঁকে বিহারী ও গণেশের । আরতি হবে সকাল ও সন্ধ্যে। সারাদিন খোলা থাকবে মন্দিরের দরজা। প্রায় কয়েক বছর পর এই জোড়া মন্দির সংস্কার হল। বহু প্রতীক্ষার পর অবশেষে জোড়া মন্দির ধামের উদ্বোধন হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। কমিটির দাবি আগামীদিনে জোড়া মন্দির ধাম তীর্থ স্থানে পরিণত হবে।
Malobika Biswas