এর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, ১৮ বছর বয়সের আগে কোন ছাত্রী বিবাহ করতে পারবে না, যদি কোন নাবালিকা ছাত্রী লুকিয়ে বিয়ে করে নেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও যদি কোন নাবালিকা ছাত্রীর পরিবার জোরপূর্বক বিয়ে দিয়ে দেয় তাহলে সেই নাবালিকা ছাত্রী খণ্ডঘোষ থানার পুলিশ ও খণ্ডঘোষ ব্লক প্রশাসনকে বিষয়টি জানাতে পারে। পুলিশ প্রশাসন সর্বদা তাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। সচেতনতামূলক ক্যাম্প শেষে, ক্যাম্পে উপস্থিত প্রত্যেকটি ছাত্রীর হাতে একটি করে খাতা ও পেন তুলে দেন খণ্ডঘোষ থানার পুলিশ আধিকারিকরা। খণ্ডঘোষ থানার পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষিকারা(East Bardhaman News)।
advertisement
স্কুলের শিক্ষিকা সুভদ্রা সরকার বলেন, "খুব সুন্দর উদ্যোগ খণ্ডঘোষ থানার পুলিশ আধিকারিকদের। মেয়েদের বোঝানো হল ১৮ বছরের নীচে কেউ চার চাকাগাড়ির লাইসেন্স পাবে না। এছাড়াও মেয়েরা যাতে অল্প বয়সে বিয়ে না করে সে বিষয়েও সতর্ক করেন। ছাত্রীদের বলা হয় এই সমস্ত নির্দেশ তারা যেন নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেয়।" এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।
Malobika Biswas