TRENDING:

East Burdwan News: থিম 'শিবান্তর' , কালীপুজোয় চমক বর্ধমান শহরে 

Last Updated:

জাগরণী সংঘের পুজো ৫৪ তম বর্ষে পদার্পণ করেছে। এবারেও তাদের মন্ডপে থাকছে নজরকারা থিম ভাবনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: সামনেই কালীপুজো। আলোর উৎসবের খুঁটি পুজো হল বর্ধমান শহরের ছোট নীলপুর জাগরণী সংঘের । বর্ধমান শহরের জনপ্রিয় কালীপুজো গুলির মধ্যে এই ক্লাবের পুজো অন্যতম।
ক্লাবের কালী প্রতিমা
ক্লাবের কালী প্রতিমা
advertisement

জাগরণী সংঘের পুজো এবছর ৫৪ তম বর্ষে পদার্পণ করল। এবারেও তাদের মণ্ডপে থাকছে নজরকাড়া থিম ভাবনা। আসন্ন কালীপুজোয় বর্ধমানের ছোট নীলপুর জাগরণী সংঘের থিম ‘শিবান্তর’। থিমের মাধ্যমে দেবী কালীর চণ্ডাল রূপ তুলে ধরা হবে। এক পুজো উদ্যোক্তা রাসবিহারী হালদার বলেন,”আজ খুঁটি পুজো সম্পন্ন হল। আমাদের এবারের থিমে শিবের বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হবে এবং মা কালীর চণ্ডাল রূপ দেখানো হবে। প্রতিবছরের মত এবছরও এখানে বহু মানুষ ভিড় করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি”।

advertisement

আরও পড়ুন: মালা গেঁথে পুলিশ হ‌ওয়ার স্বপ্ন পূরণের লড়াই দুই বোনের

এবারের জাগরণী সংঘের পুজোর বাজেট প্রায় 15 লক্ষ টাকা। জেলার বাইরে থেকে প্রতিমা শিল্পী ও মণ্ডপশিল্পী নিয়ে আসা হচ্ছে। মণ্ডপসজ্জার পাশাপাশি নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে এই পুজো উপলক্ষে। পাশাপাশি, দর্শনার্থীরা যাতে পুজো দেখতে এসে কোনওরকম সমস্যায় না পড়েন সে বিষয়েও নজর রাখা হবে বলেও জানানো হয় আয়োজকদের তরফে।

advertisement

আরও পড়ুন: ‘পালকিতে বৌ চলে যায়’, এখন গানের কথা নয়, অটুট প্রথা বর্ধমানের এই গ্রামে

প্রসঙ্গত শহরের বিগ বাজেটের কালীপুজো গুলির মধ্যে ছোটনীলপুর জাগরণী সংঘ অন্যতম। প্রত্যেক বছরই এই ক্লাব তাদের বিষয় ভাবনা, মণ্ডপসজ্জা দিয়ে শহর তথা জেলার মানুষের নজর কাড়ে।এবারেও তার অন্যথা হবে না বলেই আশাবাদী জাগরণী সংঘের সদস্যরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: থিম 'শিবান্তর' , কালীপুজোয় চমক বর্ধমান শহরে 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল