জাগরণী সংঘের পুজো এবছর ৫৪ তম বর্ষে পদার্পণ করল। এবারেও তাদের মণ্ডপে থাকছে নজরকাড়া থিম ভাবনা। আসন্ন কালীপুজোয় বর্ধমানের ছোট নীলপুর জাগরণী সংঘের থিম ‘শিবান্তর’। থিমের মাধ্যমে দেবী কালীর চণ্ডাল রূপ তুলে ধরা হবে। এক পুজো উদ্যোক্তা রাসবিহারী হালদার বলেন,”আজ খুঁটি পুজো সম্পন্ন হল। আমাদের এবারের থিমে শিবের বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হবে এবং মা কালীর চণ্ডাল রূপ দেখানো হবে। প্রতিবছরের মত এবছরও এখানে বহু মানুষ ভিড় করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি”।
advertisement
আরও পড়ুন: মালা গেঁথে পুলিশ হওয়ার স্বপ্ন পূরণের লড়াই দুই বোনের
এবারের জাগরণী সংঘের পুজোর বাজেট প্রায় 15 লক্ষ টাকা। জেলার বাইরে থেকে প্রতিমা শিল্পী ও মণ্ডপশিল্পী নিয়ে আসা হচ্ছে। মণ্ডপসজ্জার পাশাপাশি নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে এই পুজো উপলক্ষে। পাশাপাশি, দর্শনার্থীরা যাতে পুজো দেখতে এসে কোনওরকম সমস্যায় না পড়েন সে বিষয়েও নজর রাখা হবে বলেও জানানো হয় আয়োজকদের তরফে।
আরও পড়ুন: ‘পালকিতে বৌ চলে যায়’, এখন গানের কথা নয়, অটুট প্রথা বর্ধমানের এই গ্রামে
প্রসঙ্গত শহরের বিগ বাজেটের কালীপুজো গুলির মধ্যে ছোটনীলপুর জাগরণী সংঘ অন্যতম। প্রত্যেক বছরই এই ক্লাব তাদের বিষয় ভাবনা, মণ্ডপসজ্জা দিয়ে শহর তথা জেলার মানুষের নজর কাড়ে।এবারেও তার অন্যথা হবে না বলেই আশাবাদী জাগরণী সংঘের সদস্যরা।
বনোয়ারীলাল চৌধুরী