এছাড়াও প্রতি মাসে উৎসাহ ভাতা দেওয়ার দাবিও করেন তাঁরা। এ বিষয়ে এআইইউটিইউসি এর সদস্যা তথা আশাকর্মী কাকলী বন্দ্যোপাধ্যায় বলেন, বিগত দু’বছর ধরে উৎসাহ ভাতা ভাগ করে করে দেওয়া হচ্ছে ফলে সমস্যায় পড়তে হচ্ছে আশাকর্মী দের। আশাকর্মীদের দিয়ে অনেক কাজ করানো হচ্ছে।
আরও পড়ুনঃ এবার কার্জন গেটে মহারাজা বিজয় চাঁদ মাহতাব ও তাঁর স্ত্রীর মূর্তি
advertisement
তবে সেই মত বেতন নেই বলে দাবি। সব জায়গায় আশাকর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে । তার জন্য অতিরিক্ত ভাতা পাচ্ছেন না । ফলে স্বল্প বেতনের মধ্যে তাঁদের জীবন চালানোই কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে । তিনি আশা কর্মীদের বেতন বৃদ্ধির পাশাপাশি প্রতিমাসে উৎসাহ ভাতা দেওয়ার দাবি জানান ।
আরও পড়ুনঃ মেলেনি আলুর ক্ষতিপূরণ! রাস্তায় নামলেন চাষিরা
একদিকে বেতন বৃদ্ধি আর অন্যদিকে প্রতিমাসে উৎসাহ ভাতার দাবি করছেন আশাকর্মীরা। এর আগেও বহুবার বেতন বৃদ্ধির দাবিতে পথে নেমেছেন তাঁরা। তবে সুরাহা হয় নি। তাই এবার কর্মবিরতির ডাক দিল আশাকর্মীরা। তবে এখন এটাই দেখার যে আশাকর্মীদের দাবি মেনে বেতন বৃদ্ধি হয় কিনা।
Malobika Biswas