TRENDING:

East Bardhaman News: এ যেন ‘অভিশপ্ত’ গ্রাম! ফাঁকা পড়ে আছে ঘরবাড়ি, কেন কেউ থাকে না এখানে?

Last Updated:

পুরানো সাগিরা গ্রামে আজও আছে একতলা, দোতলা পাকা বাড়ি, ঠাকুর মন্দির। কিন্তু এই গ্রাম এখনও পড়ে রয়েছে জনমানবহীন হয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: ১৯৭৮ সালের বন্যায় ধ্বংস হয়ে গিয়েছিল গ্রামটি। তারপর ২০০০ সালের বন্যাতে আবার গ্রাম ছাড়তে হয় বাসিন্দাদের। ২০০০ সালে গ্রামের কয়েকজনের বন্যায় তলিয়ে গিয়ে মৃত্যুও হয়েছে। আপনজনদের অনেকে হারিয়েছেন বন্যায়৷ তাই পুরানো ‘অভিশপ্ত’ গ্রামে আর থাকেনা বাসিন্দারা৷
advertisement

তখন থেকেই অজয়ের কাছে থাকা পুরানো সাগিরা গ্রাম ছেড়ে বাঁধের অপর পাড়ে চলে গেছে সবাই। সেখানেই গড়ে উঠেছে নতুন সাগিরা গ্রাম। গ্রামের কিছু বাসিন্দা উত্তম দাস, তপন দাস, নানাই বিশ্বাসরা বলেন, ১৯৭৮ সালের পর থেকেই গ্রাম ফাঁকা হচ্ছিল। তারপর ২০০০ সালের বন্যার পর আর কেউ গ্রামে বাস করার সাহস পাইনি। তবে আজও পুরানো সাগিরার জন্য মন কাঁদে আমাদের।

advertisement

পুরানো সাগিরা গ্রামে আজও আছে একতলা, দোতলা পাকা বাড়ি, ঠাকুর মন্দির। কিন্তু এই গ্রাম এখনও পড়ে রয়েছে জনমানবহীন হয়ে। বাড়ি ঘর থাকলেও আজ আর দেখা পাওয়া যায়না মানুষের । মঙ্গলকোটের লাখুরিয়া পঞ্চায়েতের পুরানো সাগিরা গ্রাম একসময় জমজমাট ছিল।

View More

গ্রামটি ছিল ছবির মত সাজানো। গ্রামে ছিল খেলার মাঠ, চাষের জমি, পুকুর, মন্দির, বসত বাড়ি সবকিছুই। একসময় দুর্গাপুজোতেও মেতে উঠত গ্রামবাসীরা। কিন্তু সেই সব কিছুই আজ স্মৃতির পাতায়। সব স্মৃতি মুছে দিয়েছে বন্যা ।

advertisement

এখন এই জায়গায় আর কেউ থাকেনা । বন্যার কারণে গ্রাম ছেড়ে অন্য জায়গায় উঠে যেতে হয়েছিল অনেককেই। বন্যায় খুবই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।প্রায়  তিনশ পরিবার বাস করত ওই গ্রামে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘মনখারাপ লাগে। এক জায়গা থেকে অন্য জায়গায় উঠে গিয়ে নতুন করে সংসার পাততে হয়েছে। ঘর করতে হয়েছে। বানানো ঘর ছেড়ে দিয়ে যেতে মায়া তো লাগবেই। এখনও আমাদের এখানে জমি জায়গা সবই আছে ।’’

advertisement

আরও পড়ুন: বহু বছর ধরে এই গ্রামে কোনও দুর্গা প্রতিমা আসে না, কারণ জানলে অবাক হবেন 

অনেকটা এলাকা জুড়ে ছড়িয়ে আছে পুরানো সাগিরা গ্রাম। এখনও প্রায় পাঁচ থেকে ছটি পাকা বাড়ি রয়েছে। তবে সেগুলোর অবস্থাও ভাল নয়। গ্রামের মধ্যে যে কালী মন্দির ছিল সেটাও এখন জঙ্গলে ঢাকা । বন্যার কারণে আজ সম্পূর্ণফাঁকা একটা আস্ত গ্রাম ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: এ যেন ‘অভিশপ্ত’ গ্রাম! ফাঁকা পড়ে আছে ঘরবাড়ি, কেন কেউ থাকে না এখানে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল