আরও পড়ুন: মেষ পালক থেকে জমিদার, ভোল বদলের কাণ্ডারি মা দুর্গা! রইল ৩২৫ বছরের ইতিহাস
বায়ু দূষণ পরিমাপক যন্ত্র স্কুলে বসানো প্রসঙ্গে বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের ভারপ্রাপ্ত সহ প্রধান শিক্ষক বলেন, আমরা মিউনিসিপ্যাল স্কুলের তরফ থেকে সুইচ অন ফাউন্ডেশনের কর্মকর্তাদের অভ্যর্থনা জানাচ্ছি। ওনারা একটা যন্ত্র আজ আমাদের হাতে তুলে দিয়ে গেলেন। যে যন্ত্রের সাহায্যে আমরা বুঝতে পারব স্কুলের এলাকার মধ্যে বাতাসে কোনও দূষণ আছে কিনা। সবটাই আমরা জানতে পারব মোবাইল অ্যাপের সাহায্যে। এটা খুবই ভাল একটা উদ্যোগ, আমি সাধুবাদ জানাচ্ছি।
advertisement
যে যন্ত্রটি বেসরকারি সংস্থাটি স্কুলগুলোকে দিয়েছে তার এক একটির দাম ১৫,০০০ টাকা করে। এই যন্ত্রগুলি কী ভাবে কাজ করবে সেই বিষয়ে স্কুলের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণও দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ প্রদীপ রাউত। তিনি বলেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এইরকম যন্ত্র থাকলেও স্কুল স্তরে এমন বায়ু গুণমান পরিমাপক যন্ত্র ছিল না। এই যন্ত্র দিয়ে সহজেই ছাত্রছাত্রীরা তাদের স্কুল চত্বর সহ আশপাশের পরিবেশের বায়ু দূষণের মাত্রা পরীক্ষা করতে পারবে। এই নিয়ে পড়ুয়াদের মধ্যে সচেতনতাও বাড়বে।
বনোয়ারীলাল চৌধুরী