রাস্তা চওড়া হয়ে গেলেও চৌবেড়িয়ায় ডিভিসি সেচ খালের উপরে থাকা পুরানো সেতুটি কালভার্টের আকারেই রয়ে গিয়েছে, যে সেতুর উপর দিয়ে পাশাপাশি যেতে পারে না দুটি গাড়ি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই জায়গায় নতুন সেতু তৈরি ও তার সংযোগকারী রাস্তার জন্যে ০.৮৩ হেক্টর জমির প্রয়োজন। সেই জমি পাওয়ার জন্যে জমি অধিগ্রহণ দফতর এলাকার বেশ কয়েক জন জমির মালিকের সঙ্গে কথা বলেছে। প্রশাসনের দাবি, জমির মালিকরা সেতুর জন্যে জমি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
advertisement
আরও পড়ুনঃ Purba Bardhaman: আর্থিক তছরুপের কোনও প্রমান পাওয়া যায়নি, জানালেন বিডিও
প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, ভাতারের সামন্তী রোডের উপর সংযোগকারী রাস্তা ও সেতু সংস্কারের জন্যে ৩০ লক্ষ টাকা দেড় দুই বছর ধরে এসে পড়ে আছে। করোনা অতিমারি, বিধানসভা ভোট, পরীক্ষা, নানা কারণে সেতু সংস্কারের কাজে এতদিন পূর্ত দফতর হাত দিতে পারেনি।
আরও পড়ুনঃ Purba Bardhaman: এক নজরে দেখে নিন কান্দরা রাধাকান্ত কুন্ডু মহাবিদ্যালয়ের কোর্সগুলি
তাই এবার ভাতারের সামন্তী রোডের উপরে সংযোগকারী রাস্তা ও সেতু সংস্কারের কাজও সেরে ফেলার সিদ্ধান্ত পূর্ত দফতর নিয়েছে। পূর্ত দফতরের ধারণা সেতু সংস্কার করতে ৪৫ দিন সময় লাগবে। চলতি মাস থেকেই সংস্কারের কাজে হাত লাগাতে চাইছে পূর্ত দফতর।
Malobika Biswas