আরও পড়ুন: ছোট বোনের জন্য খিচুড়ি আনতে গিয়ে মৃত্যু দিদির, গুরুতর আহত দাদা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছরখানেক আগে আক্রান্ত মহিলার স্বামী মারা যান। তারপর থেকে ধারান গ্রামে শ্বশুরবাড়িতেই ছেলে ও মেয়েকে নিয়ে থাকেন তিনি। সোমবার গভীর রাতে শৌচালয় যাবেন বলে ওই মহিলা বাড়ির গ্রিলের গেট খুলে বাইরে এসেছিলেন। তিনি জানিয়েছেন, শৌচকর্ম সেরে বাড়িতে ঢুকে যখন গ্রিলের গেটে তালা দিচ্ছেন ঠিক সেই সময় তাঁকে কেউ বা কারা অ্যাসিড ছুড়ে মারে। যা চোখে, মুখে ও ডান হাতে এসে লাগে। সঙ্গে সঙ্গে সারা শরীরের তীব্র জ্বলুনি শুরু হয়। তাঁর প্রবল চিৎকারে জেগে যায় বাড়ির সবাই। পাশের ঘর থেকে উঠে আসেন শ্বশুর-শাশুড়ি। কিন্তু তাঁরা দৌড়ে বাইরে বেরিয়েও কাউকে ধরতে পারেননি। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
advertisement
এরপর বেলসর গ্রামে মহিলার বাপের বাড়িতে খবর দেওয়া হয়। তাঁরা এবং শ্বশুরবাড়ির লোকজন ওই মহিলাকে প্রথমে রায়না থানায় নিয়ে যায়। সেখান থেকে পুলিশের তৎপরতায় তাঁকে প্রথমে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।