মাসকয়েক পরেই বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। যে উৎসবের সঙ্গে যুক্ত থাকে অসংখ্য মানুষের রুজি রোজগার। সেই রকমই দুর্গাপুজোকে ঘিরে অধিক ব্যবসার স্বপ্ন দেখেন তাঁত ব্যবসায়ীরাও। ফলে তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে তাঁত ঘরগুলিতে। বাংলার তাঁতশিল্পে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করেন বাড়ির মহিলারাও। কিন্তু দুর্গাপুজোতে তাঁতের বরাত না পাওয়ায় এবং তাঁতের শাড়ির সেই চাহিদা না থাকার জেরে অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা তাঁতশিল্পী।
advertisement
আরও পড়ুন: শহরেই এক টুকরো শান্তিনিকেতন! সোনাঝুরির হাট এখন নিউটাউনেই, কোথায় বসছে, কী কী পাওয়া যাচ্ছে
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর এক নম্বর ব্লকের হাটসিমলা এলাকায়। মৃত মহিলার নাম সরস্বতী বসাক (৬৫)। জানা গিয়েছে, তাঁর বাড়ি থেকে তাঁতের শাড়ি বিক্রি না হওয়ায় চিন্তাগ্রস্ত হয়ে আত্মঘাতী তিনি। এই প্রসঙ্গে নেপাল বসাক নামে এক তাঁত শিল্পি বলেন, ‘‘বর্তমানে মেশিনের তাঁত আসায় চাহিদা নেই হাতে বোনা তাঁতের শাড়ির। মেশিনের তৈরি শাড়িরও সেই রকম চাহিদা নেই। সকলেই ঋণ নিয়ে মেশিন করে ব্যাবসা করি। সকলের ঘরেই প্রচুর পরিমাণে তাঁতের শাড়ি জমে আছে। মাত্র কয়েক মাস পর পূজো, কিন্তু বিক্রি নেই।’’
আরও পড়ুন: গালে মিশছে গাল, বিমানবন্দরে আদুরে মুহূর্তে নবদম্পতি আশিস-রূপালি, ৫৮-৫০ প্রেমগাথা
মৃতার পরিজনেরা জানাচ্ছেন, কয়েক মাস পর পুজো, কিন্তু ঘরে শাড়ি থাকলেও তার কোনও বিক্রি নেই। ফলে ব্যবসায় আর্থিক মন্দা দেখা দিয়েছে। যে কারণেই ওই মহিলা মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। এদিন কালনা মহকুমা হাসপাতালে মৃতার ময়নাতদন্ত করা হয়। এর পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।