সেমিনারে চিকিৎসকরা ছাড়াও উইমেন্স কলেজের অধ্যাপকরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মানসিক কোনও সমস্যা হচ্ছে কিনা বা আগামীদিনে মানসিক কোনও সমস্যা হলে কীভাবে তার মোকাবিলা করতে হবে সে বিষয়ে ছাত্রছাত্রীদের অবগত করলেন বিশিষ্টজনেরা। এদিন মূলত প্রজেক্টরের মাধ্যমে কলেজের অধ্যাপকরা পড়ুয়াদের বোঝান যাতে তারা মানসিকভাবে বিপর্যস্ত না হয়ে পড়ে।
আরও পড়ুনঃ কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে হোম স্টে
advertisement
তারা যাতে ভুল পথে পা না বাড়ায় এবং নিজের কাজে মনোযোগী হয়। এ বিষয়ে আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর কুমার দে বলেন, করোনার জেরে পড়ুয়ারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে অনেকেই। এক ঘেয়ে ঘরে থাকতে থাকতে পড়ুয়ারা কার্যত মানষিক ভাবে দূর্বল হয়ে পড়েছে। তাই এই সেমিনারের আয়োজন করা হয়েছে যেখানে আলোচনা করা হয়েছে কীভাবে তাদের সেই পরিস্থিতি থেকে বেরকরে আনতে হয়।
Malobika Biswas