বর্ধমান টাউন হল ময়দানে এবারের সঙ্গীত মেলার আসর বসবে। সাত দিন ব্যাপী এই অনুষ্ঠানে রাজ্যের প্রখ্যাত সঙ্গীত শিল্পীরা নিজেদের গান পরিবেশন করবেন হাজার হাজার দর্শকের সামনে। তাঁদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন জেলার সঙ্গীত শিল্পীরাও। উদ্যোক্তাদের কথায়, অনেক শিল্পী উপযুক্ত প্রচারের অভাবে আড়ালে থেকে যান। তাঁদের সামনে আনতেই এই উদ্যোগ।
advertisement
আরও পড়ুন: কথা রাখলেন পুরপ্রধান, বিক্ষোভের দু'দিনের মধ্যে ঝালদায় জলের লাইন পরিদর্শন
এই সঙ্গীত মেলার মূল কাণ্ডারী বিধায়ক খোকন দাস বলেন, ২০২২ সালে আমরা প্রথম সঙ্গীত মেলার আয়োজন করেছিলাম। আগামী ২১ জুন থেকে ২৭ জুন টাউন হলের মাঠে ফের সেই সঙ্গীত মেলার আসর বসবে। বড় বড় শিল্পীদের পাশাপাশি জেলায় যারা গান করেন তাঁদেরকে সবার সামনে এবার তুলে ধরা হবে। তিনি জানান এই সঙ্গীত মেলায় জেলার যে শিল্পীরা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাঁদেরকে মেলা অফিসের ঘর থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। সঙ্গীত মেলায় রোজ একজন করে বিখ্যাত সঙ্গীতশিল্পী পারফর্ম করবেন। পুরো অনুষ্ঠনটি বাংলা গানের উপর হবে, কোনও হিন্দি গান থাকবে না।
এই সঙ্গীত মেলায় কোনও প্রবেশ মূল্য থাকছে না। জেলার যে শিল্পীরা অংশগ্রহণ করবেন তাঁদেরকে সাম্মানিক দেবে মেলা কমিটি। সঙ্গীত মেলার সাত দিনই রাজ্যের শীর্ষস্থানীয় মন্ত্রীদের পাশাপাশি অন্যান্য বিশিষ্টজনারা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।