TRENDING:

Purba Bardhaman News: নারী নির্যাতন বন্ধ করার বার্তা নিয়ে গাড়িতে ভারত ভ্রমণ

Last Updated:

নারী নির্যাতন বন্ধ করার বার্তা নিয়ে গাড়ি চালিয়ে ভারতবর্ষের নানান রাজ্য ঘুরে প্রচার চালিয়ে বাড়ি ফিরলেন কালনার পূর্বস্থলী এক নম্বর ব্লকের রাজাপুর এলাকার বাসিন্দা তথা কালনার বাঘনাপাড়া বালিকা বিদ্যালয়ের শারীরশিক্ষার শিক্ষিকা সুতপা দাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : নারী নির্যাতন বন্ধ করার বার্তা নিয়ে গাড়ি চালিয়ে ভারতবর্ষের নানান রাজ্য ঘুরে প্রচার চালিয়ে বাড়ি ফিরলেন কালনার পূর্বস্থলী এক নম্বর ব্লকের রাজাপুর এলাকার বাসিন্দা তথা কালনার বাঘনাপাড়া বালিকা বিদ্যালয়ের শারীরশিক্ষার শিক্ষিকা সুতপা দাস। কার্যত নিজের গাঁটের কড়ি খরচ করেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরেছেন তিনি। স্বাভাবিক ভাবেই শিক্ষিকা সুতপার এই কাজে গর্বিত তার স্কুলের সহকর্মী, ছাত্রীরা সহ সকলেই।
advertisement

জানা গিয়েছে, ৩০ শে সেপ্টেম্বর পুজোর ছুটিতে সুতপা নিজের চার চাকা গাড়িটি নিয়ে বেরোন। এরপরই ভারতবর্ষের মোট ১৬ টি রাজ্যে তিনি যান। আর সেখানেই তিনি নারী নির্যাতন বন্ধ হোক এই প্রচার চালান। ভ্রমণের নেশা বহু দিন ধরেই সুতপার রয়েছে। আর সেই থেকেই তার মাথায় আসে ভ্রমণের পাশাপাশি সমাজের জন্য একটা বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়ার ব্যাপারটা।

advertisement

আরও পড়ুনঃ ১৭০টি স্টল নিয়ে উন্নত মানের মেশিন নিয়ে প্রর্দশনী রাইস মিলের

আর সেই ভাবনা থেকেই সোনালি চতুর্ভুজ রোড ট্রিপে বেরিয়ে নারী নির্যাতন বন্ধ হোক এই বার্তা নিয়ে ভারতবর্ষের ষোলোটি রাজ্য ঘুরে প্রচার চালালেন তিনি। যে যে বিষয় গুলি তিনি মূলত প্রচার করেন তা হল, পণ প্রথা, বাল্যবিবাহ ছেলেমেয়ের মধ্যে বৈষম্য বন্ধ করা। এর আগেও সমাজ সচেতনতা মূলক প্রচার চালিয়েছেন সুতপা। এর আগেও সম্পূর্ণ নিজের উদ্যোগে তিনি সাধারণ মানুষের কাছে নানা ভাবে সচেতনতা বার্তা পৌঁছে দিয়েছেন।

advertisement

View More

আরও পড়ুনঃ বালির জাল চালান তৈরির অভিযোগে গ্রেফতার চার যুবক

এদিন বাড়ি ফিরে সুতপা দাস জানান, দীর্ঘ ১০ বছর ধরে ভ্রমণে বেরোচ্ছি আমি। তবে হঠাৎ মনে হল , যখন ভ্রমণেই বেরোচ্ছি তখন কিছু বার্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করব। আর সেই থেকেই সচেতনতামূলক বার্তা নিয়ে গোটা ভারতবর্ষে ঘোরা। সাড়ে ৫০,০০০ টাকার পেট্রোল খরচ হয়েছে সব মিলিয়ে। আর প্রায় ১৬০০০ টাকা মতো হোটেল ভাড়া লেগেছে। কোন কোন সময় গ্রামে বাড়িতেই রাত কাটিয়ে ফেলেছি। বার্তা দিতে যাওয়া তখনই সফল হবে যখন মেয়েদের উপর অত্যাচার কিছুটা হলেও কমবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: নারী নির্যাতন বন্ধ করার বার্তা নিয়ে গাড়িতে ভারত ভ্রমণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল