Diwali Rangoli : রঙ্গোলিতে ঘর সাজানো এবার আরও সহজ, সমাজ মাধ্যমের নজর কাড়ুন 'এই' উপায়ে! বর্ধমানে বিক্রি হচ্ছে দেদার
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Diwali Rangoli : রঙ্গোলি দিয়ে বাড়ি সাজিয়ে তোলার ইচ্ছা থাকলেও অনেকেই পারেন না। কিন্তু এবার আর চিন্তা করতে হবে না। রঙ্গোলি দিয়ে বাড়ি সাজাতে অনেকেই অবলম্বন করছেন এই সহজ পদ্ধতি।
advertisement
1/5

কালী পুজো মানেই আলোর উৎসব। চারিদিক সেজে ওঠে নানান রঙের আলোয়। বাড়িতে বাড়িতে জ্বালানো হয় প্রদীপ। বর্তমানে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে গা ভাসিয়ে প্রদীপ ও আলোর পাশাপাশি অনেকেই বাড়িতে দেন রঙ্গোলি। নানান রকম নকশা ফুটিয়ে তোলেন বাড়িতে। <strong>(ছবি ও তথ্য: সায়নী সরকার)</strong>
advertisement
2/5
রঙ্গোলি দিয়ে বাড়ি সাজিয়ে তোলার ইচ্ছা থাকলেও অনেকেই পারেন না রঙ্গোলি দিতে। কিন্তু এবার আর চিন্তা করতে হবে না। রঙ্গোলি দিয়ে বাড়ি সাজাতে অনেকেই অবলম্বন করছেন এই পদ্ধতি। কারণ এবার বাজারে মিলছে রঙ্গোলি দেওয়ার জন্য বিশেষ ছাঁচ, যা বসিয়ে ওপর দিয়ে বিভিন্ন রঙ দিলেই ফুটে উঠবে নকশা।
advertisement
3/5
সোশ্যাল মিডিয়া দৌলতে এই রঙ্গোলির চাহিদাও রয়েছে ভালই। রঙ্গোলি ছাঁচ ও রং বিক্রি করে লাভের মুখ দেখছেন পূর্ব বর্ধমানের যুবকরা। পুজো মানেই বাড়তি রুজিররুটির আশা। তাই অনেক ব্যবসায়ী সারা বছর ফল বিক্রি করলেও কালীপুজোর এই সময়টা রঙ্গোলির পসরা সাজিয়ে বসেন।
advertisement
4/5
ব্যবসায়ী আনন কুমার বলেন, অন্য সময় করে ফল বিক্রি করলেও গত দু'বছর ধরে এই সময় রঙ্গোলি বিক্রি করছেন। আগে ঘর সাজানো বিভিন্ন জিনিস বিক্রি করতেন এই সময় কিন্তু গত দু'বছর ধরে সোশ্যাল মিডিয়ার দৌলতে ঘর সাজানোর অন্যান্য জিনিসের পাশাপাশি অনেকেই রঙ্গোলি খোঁজেন। তাই এই ব্যবসা শুরু করেছেন তিনি।
advertisement
5/5
ব্যবসায়ী অমন মল্লিক আরও বলেন, সারা বছর ফল বিক্রি করি। কিন্তু কালীপুজোর দুদিন আগে থেকে কালী পুজোর পরদিন পর্যন্ত বিভিন্ন ঘর সাজানোর জিনিস ও রঙ্গোলি বিক্রি করি। অনেকেই রঙ্গোলি দিতে পারেন না। তাই তাদের জন্য রঙ্গোলি দেওয়া ছাঁচ পাওয়া যায়। ঘর সাজানো অন্যান্য জিনিস বিক্রি হলেও প্রদীপ রঙ্গোলির চাহিদা অনেক বেশি। <strong>(ছবি ও তথ্য:সায়নী সরকার)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Diwali Rangoli : রঙ্গোলিতে ঘর সাজানো এবার আরও সহজ, সমাজ মাধ্যমের নজর কাড়ুন 'এই' উপায়ে! বর্ধমানে বিক্রি হচ্ছে দেদার