গোটা ঘটনায় শিক্ষক কৃষ্ণচন্দ্র কোলের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনার পরই ট্রেলার টিকে আটক করেছে পুলিশ। চালককেও গ্রেফতার করা হয়েছে। মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। এদিকে এদিনের দুর্ঘটনার পর জাতীয় সড়কের পাল্লা মোড় এলাকার ট্রাফিকিং ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় এলাকাবাসী। স্থানীয়দের একাংশের অভিযোগ, একদিকে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে, আর তার জন্য সিগন্যাল পোস্ট গুলো খুলে দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ লরি চুরির অভিযোগে নাম জড়াল প্যারোলে মুক্ত এক সাজাপ্রাপ্তের
এরই পাশাপাশি এই এলাকায় নিয়মিত ট্রাফিক পুলিশের নজরদারি না থাকায় রাস্তা পারাপার রীতিমত বিপজ্জনক হয়ে উঠেছে। অনেক সময়ই সাধারণ মানুষ একদিক থেকে আরেক দিকে যাওয়ার সময় চরম সমস্যায় পড়ছেন। আর এর ফলেই ঘটে যাচ্ছে ভয়াবহ পরিণতি। প্রশাসনের এ বিষয়ে নজর দেওয়া উচিৎ। এ নিয়ে প্রশাসন সব সময় উদাসীন তাই এই ধরনের ঘটনা বার বার ঘটে। আজ শিক্ষক মারা গেলেন। এটাই প্রথম নয় এর আগেও বহু বার এরকম দুর্ঘটনা ঘটেছে। কখনও সাধারণ মানুষের প্রাণ গেছে।
আরও পড়ুনঃ জগদ্ধাত্রী পুজোয় বটতলা উন্নয়ন কমিটির থিম সূর্য দেবতার রথ
কখনও বহু মানুষ আহত হয়েছেন। এভাবেই চলছে। সব মিলিয়ে এই ঘটনায় গোটা কাঁটাটিকর এলাকায় শোকের ছায়া। মৃতের পরিবারের সদস্যরা বলেন, আজকাল যেভাবে পথদূর্ঘটনা গুলি ঘটছে তাতে বহু পরিবার নিজেদের সদস্য হারাচ্ছেন। আজ আমাদের পরিবার থেকে এক জন চলে গেলেন। প্রশাসনের নজরদারি আরও বাড়ানো উচিৎ। যাতে এভাবে আর কোনো বাড়ির সদস্যদের না হারিয়ে যেতে হয় সেদিকে নজর দেওয়া উচিত
Malobika Biswas