TRENDING:

Purba Bardhaman News: মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মৃত্যু হল এক প্রাথমিক স্কুল শিক্ষকের

Last Updated:

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মৃত্যু হল এক প্রাথমিক স্কুল শিক্ষকের। দুর্ঘটনাটি ঘটেছে ২নং জাতীয় সড়কের পাল্লা মোড় এলাকায়। রসুলপুর থেকে জাতীয় সড়ক পার করে পাল্লা রোডের দিকে আসার সময় একটি ট্রেলার ধাক্কা মারে ওই শিক্ষকের স্কুটি তে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মৃত্যু হল এক প্রাথমিক স্কুল শিক্ষকের। দুর্ঘটনাটি ঘটেছে ২নং জাতীয় সড়কের পাল্লা মোড় এলাকায়। রসুলপুর থেকে জাতীয় সড়ক পার করে পাল্লা রোডের দিকে আসার সময় একটি ট্রেলার ধাক্কা মারে ওই শিক্ষকের স্কুটি তে। ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম কৃষ্ণচন্দ্র কোলে (৬৮)। তাঁর বাড়ি পাল্লা রোডের কাঁটাটিকর এলাকায়। তিনি পাল্লা ডিভিসি এফ পি স্কুলের শিক্ষক ছিলেন।
advertisement

গোটা ঘটনায় শিক্ষক কৃষ্ণচন্দ্র কোলের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনার পরই ট্রেলার টিকে আটক করেছে পুলিশ। চালককেও গ্রেফতার করা হয়েছে। মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। এদিকে এদিনের দুর্ঘটনার পর জাতীয় সড়কের পাল্লা মোড় এলাকার ট্রাফিকিং ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় এলাকাবাসী। স্থানীয়দের একাংশের অভিযোগ, একদিকে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে, আর তার জন্য সিগন্যাল পোস্ট গুলো খুলে দেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ লরি চুরির অভিযোগে নাম জড়াল প্যারোলে মুক্ত এক সাজাপ্রাপ্তের

এরই পাশাপাশি এই এলাকায় নিয়মিত ট্রাফিক পুলিশের নজরদারি না থাকায় রাস্তা পারাপার রীতিমত বিপজ্জনক হয়ে উঠেছে। অনেক সময়ই সাধারণ মানুষ একদিক থেকে আরেক দিকে যাওয়ার সময় চরম সমস্যায় পড়ছেন। আর এর ফলেই ঘটে যাচ্ছে ভয়াবহ পরিণতি। প্রশাসনের এ বিষয়ে নজর দেওয়া উচিৎ। এ নিয়ে প্রশাসন সব সময় উদাসীন তাই এই ধরনের ঘটনা বার বার ঘটে। আজ শিক্ষক মারা গেলেন। এটাই প্রথম নয় এর আগেও বহু বার এরকম দুর্ঘটনা ঘটেছে। কখনও সাধারণ মানুষের প্রাণ গেছে।

advertisement

আরও পড়ুনঃ জগদ্ধাত্রী পুজোয় বটতলা উন্নয়ন কমিটির থিম সূর্য দেবতার রথ

কখনও বহু মানুষ আহত হয়েছেন। এভাবেই চলছে। সব মিলিয়ে এই ঘটনায় গোটা কাঁটাটিকর এলাকায় শোকের ছায়া। মৃতের পরিবারের সদস্যরা বলেন, আজকাল যেভাবে পথদূর্ঘটনা গুলি ঘটছে তাতে বহু পরিবার নিজেদের সদস্য হারাচ্ছেন। আজ আমাদের পরিবার থেকে এক জন চলে গেলেন। প্রশাসনের নজরদারি আরও বাড়ানো উচিৎ। যাতে এভাবে আর কোনো বাড়ির সদস্যদের না হারিয়ে যেতে হয় সেদিকে নজর দেওয়া উচিত

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মৃত্যু হল এক প্রাথমিক স্কুল শিক্ষকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল