TRENDING:

Purba Bardhaman: নিখোঁজ মূক ও বধির মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন অসহায় মা

Last Updated:

দশ দিন আগে হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন তার অসহায় মা অপর্না দাস। গত দশ দিন আগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় উনিশ বছরের বর্ণালী দাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : দশ দিন আগে হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন তার অসহায় মা অপর্না দাস। গত দশ দিন আগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় উনিশ বছরের বর্ণালী দাস। মেয়ে হারিয়ে যাওয়ায় এক ব্যক্তি সহ দম্পতিকে সন্দেহ করছেন বর্ণালী দাসের মা অপর্ণা দেবী। তিনি জানিয়েছেন মেয়ে ভালোই ছিল হঠাৎ একদিন বাড়ি থেকে বেরিয়ে তারপর আর ঘরে ঢোকেনি। যে মেয়ে কথা বলতেও পারে না এবং কানে কিছু শুনতেও পারে না সে কোথায় গেল এ নিয়ে দুশ্চিনতায় অপর্ণা।
advertisement

আত্মীয়-স্বজনদের বাড়ি পাড়া-প্রতিবেশীদের বাড়ি বন্ধুবান্ধবদের বাড়ি সব জায়গাতে খোঁজা হয়েছে কিন্তু কোথাও খুঁজে না পেয়ে শেষমেশ বর্ধমান সদর থানায় মেয়ে নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন অপর্ণা। যখন ঘর থেকে বেরিয়েছিল বর্ণালী তখন তার পরনে ছিল, হলুদ কুর্তি ও পাটিওয়ালা প্যান্ট। বর্ণালীর গায়ের রং শ্যামবর্ণ। বাড়ি কাঞ্চননগর মন্তেশ্বরতলা।

আরও পড়ুনঃ এক ঘন্টার বৃষ্টিতেই জমল জল! ক্ষুব্ধ নাগরিকরা

advertisement

বর্ণালীর মা অপর্ণা দাস বলেন, গত সপ্তাহের রবিবার তার মেয়ে দুপুরে বাড়ি থেকে বের হয়। তারপর আর সেদিন রাত হয়ে গেলেও বাড়ি আসেনি। খোঁজ খবর নেওয়া শুরু করেন তিনি। আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ নেওয়ার পাশপাশি সব জায়গায় খোঁজ নেন তিনি। তবে মেয়েকে খুঁজে পাননি। এরইমধ্যে তাঁর সন্দেহের তির যায় প্রতিবেশী এক দম্পতির উপর। পদ্মা ও তার স্বামী মেয়ে পাচারের সঙ্গে যুক্ত বলেই দাবি অপর্ণার। ফলে বর্ণালীকে হয়তো ওই পদ্মা ও তার স্বামী কোথাও দিয়ে এসেছে বলেই মনে করছেন তিনি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman: নিখোঁজ মূক ও বধির মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন অসহায় মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল