আত্মীয়-স্বজনদের বাড়ি পাড়া-প্রতিবেশীদের বাড়ি বন্ধুবান্ধবদের বাড়ি সব জায়গাতে খোঁজা হয়েছে কিন্তু কোথাও খুঁজে না পেয়ে শেষমেশ বর্ধমান সদর থানায় মেয়ে নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন অপর্ণা। যখন ঘর থেকে বেরিয়েছিল বর্ণালী তখন তার পরনে ছিল, হলুদ কুর্তি ও পাটিওয়ালা প্যান্ট। বর্ণালীর গায়ের রং শ্যামবর্ণ। বাড়ি কাঞ্চননগর মন্তেশ্বরতলা।
আরও পড়ুনঃ এক ঘন্টার বৃষ্টিতেই জমল জল! ক্ষুব্ধ নাগরিকরা
advertisement
বর্ণালীর মা অপর্ণা দাস বলেন, গত সপ্তাহের রবিবার তার মেয়ে দুপুরে বাড়ি থেকে বের হয়। তারপর আর সেদিন রাত হয়ে গেলেও বাড়ি আসেনি। খোঁজ খবর নেওয়া শুরু করেন তিনি। আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ নেওয়ার পাশপাশি সব জায়গায় খোঁজ নেন তিনি। তবে মেয়েকে খুঁজে পাননি। এরইমধ্যে তাঁর সন্দেহের তির যায় প্রতিবেশী এক দম্পতির উপর। পদ্মা ও তার স্বামী মেয়ে পাচারের সঙ্গে যুক্ত বলেই দাবি অপর্ণার। ফলে বর্ণালীকে হয়তো ওই পদ্মা ও তার স্বামী কোথাও দিয়ে এসেছে বলেই মনে করছেন তিনি।
Malobika Biswas





