এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। জানা গিয়েছে, এরপর গ্রামবাসীরা শিয়ালটিকে পিটিয়ে মেরে নদীতে ভাসিয়ে দেয়। হাসপাতাল সূত্রে খবর, এর আগের দিনও দুজনকে এই শিয়াল কামড়েছে। শিয়ালটি শিকারের উদ্দেশ্যে এসে এভাবে সকলকে কামড়াচ্ছে। এ বিষয়ে বন দফতরের নজর দেওয়া উচিৎ। তবে এরইমধ্যে শিয়ালটিকে স্থানীয়রাই মেরে ফেলেছে।
আরও পড়ুনঃ সরকারি পরিযায়ী আবাসের প্রাচীর ভাঙায় ক্ষুদ্ধ পূর্বস্থলীর বাসিন্দারা
advertisement
হাসপাতালের চিকিৎসক জানান, শিয়াল কামড়ালে জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে। তাই আহত চারজনকেই জলাতঙ্ক এর টিকা দেওয়া হয়েছে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক। এ বিষয়ে তিনি আরও বলেন, শিয়াল , কুকুর এই প্রাণী গুলি কামড়ালে জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা থেকে ১০০ শতাংশ। তাই টিকা , ভ্যাক্সিন আবশ্যক। এই জলাতঙ্কের জন্য ভ্যাকসিন তো আছেই, টিকাও আছে। তবে এছাড়াও ইকুইরাব ইনজেকশন (Equirab Injection) জলাতঙ্ক এর জন্য প্রতিষেধক টিকা দেওয়া যেতে পারে।
Malobika Biswas