আরও পড়ুন: স্বাস্থ্য বিমা নিচ্ছেন? পলিসি কেনার আগে সবকটা শর্ত খতিয়ে দেখা কেন জরুরি জানেন কি?
আরও পড়ুন: আয়কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ঠিক কতদিন সংরক্ষণ করবেন! জেনে নিন বিস্তারিত
দুর্ঘটনার কবলে পড়া যাত্রীদের উদ্ধার করতে স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠান তারা। ঘটনাকে ঘিরে গোটা এলাকার মধ্যে এক প্রকার থমথমে পরিবেশ সৃষ্টি হয়।
advertisement
প্রসঙ্গত, দুর্ঘটনার সংখ্যা কমাতে প্রশাসনের পক্ষ থেকে লাগাতার চলছে অভিযান। রাজ্যের সমস্ত জেলায় সেফ ড্রাইভ, সেভ লাইফ এর প্রচার চালানো হচ্ছে। পুলিশ - প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত মানুষকে সচেতন করা হচ্ছে নিরাপদে চলাচল করার জন্য। তারপরেও বারবার বেপরোয়া গতির গতিবিধি ও অসাবধানতার কারণে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। প্রশাসনের তরফ থেকে এতখানি প্রচেষ্টার পরেও মানুষের মধ্যে সচেতনতার প্রভাব কবে দেখতে পাওয়া যাবে সেই দিকেই তাকিয়ে সমাজের একাংশ।
মালবিকা বিশ্বাস