TRENDING:

Purba Bardhaman News: সরকারের নির্দেশ মতো বর্ধমানের ৩৫টি ওয়ার্ডে গড়ে উঠবে সুস্বাস্থ্য কেন্দ্র

Last Updated:

রাজ্য সরকারের নির্দেশমতো রাজ্যের প্রতিটি জেলায় পৌরসভার পক্ষ থেকে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। সেই মতো বর্ধমান পৌরসভার ৩৫ টি ওয়ার্ডেও সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। শুরু হয়েছে সেই কাজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : রাজ্য সরকারের নির্দেশমতো রাজ্যের প্রতিটি জেলায় পৌরসভার পক্ষ থেকে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। সেই মতো বর্ধমান পৌরসভার ৩৫ টি ওয়ার্ডেও সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। শুরু হয়েছে সেই কাজ। এরই মধ্যে বর্তমান পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু করল পৌরসভা। যদিও অস্থায়ী ভাবেই তৈরি হচ্ছে আপাতত। এক্ষেত্রে বাধা দিয়েছিল স্থানীয় বাসিন্দারা। তবে সব বাধা কাটিয়ে শুরু হল সুস্বাস্থ্য কেন্দ্র গড়ার কাজ।
advertisement

এলাকা সূত্র মারফৎ জানা গিয়েছে , ওই জায়গাটিতে এলাকার ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করে এবং এলাকার স্থানীয় মানুষদের গাড়িগুলিকে পার্ক করে রাখা হয়। এখানে যদি স্বাস্থ্য কেন্দ্র হয় সাধারণ মানুষের অসুবিধা হয়ে যাবে। তবে এনিয়ে স্থানীয়রা কেউ ক্যামেরার সমানে কিছুই বলতে চাননি। স্থানীয়দের কথা শুনেই এদিন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান চেয়ারম্যান পরিদর্শনে আসেন এলাকায়। স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি।

advertisement

আরও পড়ুনঃ বাইসাইকেল "মেয়র" হলেন বর্ধমানের যুবক

এই বিষয়ে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসির আহমেদ জানান, এই দু কাঠা জায়গা বর্ধমান পৌরসভার। স্থানীয় কিছু মানুষজন পৌরসভার চেয়ারম্যান কে অভিযোগ জানিয়েছিলেন এই জায়গাটিতে এলাকার শিশুরা খেলাধুলা করে এবং গাড়ি পার্কিং করে রাখা হয়। যদি এর পরও সুস্বাস্থ্য কেন্দ্র করে তোলার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় তাহলে চেয়ারম্যানের সঙ্গে তিনি নিজে আলোচনায় বসবেন বলেও জানান। এখন অস্থায়ীভাবে বর্ধমান স্টুডেন্ট হেলথ হোমে সুস্বাস্থ্য কেন্দ্র করা হল। পরবর্তীকালে এই জায়গায় স্থায়ীভাবে সুস্বাস্থ্য কেন্দ্র করা হবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: সরকারের নির্দেশ মতো বর্ধমানের ৩৫টি ওয়ার্ডে গড়ে উঠবে সুস্বাস্থ্য কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল