এলাকা সূত্র মারফৎ জানা গিয়েছে , ওই জায়গাটিতে এলাকার ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করে এবং এলাকার স্থানীয় মানুষদের গাড়িগুলিকে পার্ক করে রাখা হয়। এখানে যদি স্বাস্থ্য কেন্দ্র হয় সাধারণ মানুষের অসুবিধা হয়ে যাবে। তবে এনিয়ে স্থানীয়রা কেউ ক্যামেরার সমানে কিছুই বলতে চাননি। স্থানীয়দের কথা শুনেই এদিন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান চেয়ারম্যান পরিদর্শনে আসেন এলাকায়। স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ বাইসাইকেল "মেয়র" হলেন বর্ধমানের যুবক
এই বিষয়ে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসির আহমেদ জানান, এই দু কাঠা জায়গা বর্ধমান পৌরসভার। স্থানীয় কিছু মানুষজন পৌরসভার চেয়ারম্যান কে অভিযোগ জানিয়েছিলেন এই জায়গাটিতে এলাকার শিশুরা খেলাধুলা করে এবং গাড়ি পার্কিং করে রাখা হয়। যদি এর পরও সুস্বাস্থ্য কেন্দ্র করে তোলার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় তাহলে চেয়ারম্যানের সঙ্গে তিনি নিজে আলোচনায় বসবেন বলেও জানান। এখন অস্থায়ীভাবে বর্ধমান স্টুডেন্ট হেলথ হোমে সুস্বাস্থ্য কেন্দ্র করা হল। পরবর্তীকালে এই জায়গায় স্থায়ীভাবে সুস্বাস্থ্য কেন্দ্র করা হবে।
Malobika Biswas