TRENDING:

Purba Bardhaman News: উৎসবের আবহে ভালো কাজের জন্য পুরষ্কার পেল গ্রিন ও সিভিক ভলেন্টিয়াররা

Last Updated:

দুর্গাপুজোর সময় এবং কার্নিভালের দিন অগুণিত গাড়ির যাতায়াত ও রাস্তায় মানুষের ভির সামলে নির্ঝঞ্ঝাট ট্র্যাফিক পরিষেবা দেওয়ার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হল বর্ধমানের মোট ২৩ জন বর্ধমান পুরসভার গ্রিন ভলেন্টিয়ার ও ২ জন সিভিক ভলেন্টিয়ারকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পূর্ব বর্ধমান : দুর্গাপুজোর সময় এবং কার্নিভালের দিন অগুণিত গাড়ির যাতায়াত ও রাস্তায় মানুষের ভির সামলে নির্ঝঞ্ঝাট ট্র্যাফিক পরিষেবা দেওয়ার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হল বর্ধমানের মোট ২৩ জন বর্ধমান পুরসভার গ্রিন ভলেন্টিয়ার ও ২ জন সিভিক ভলেন্টিয়ারকে। জেলা পুলিশ সুপারের অফিসে সকলের হাতে ভাল কাজের স্বীকৃতি হিসেবে শংসাপত্র ও প্রত্যেককে পাঁচশ টাকা করে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার কামনাশিষ সেন।
advertisement

 

 

পুজোর দিনগুলোতে অত্যাধিক চাপের মধ্যেই কর্তব্য করে মানুষকে সঠিক পরিষেবা দিতে পারায় এবং কাজের স্বীকৃতি স্বরূপ খোদ পুলিশ সুপারের কাছ থেকে প্রশংসা পাওয়ায় খুশি সকলে প্রত্যেকেই। পুরস্কৃত হওয়া গ্রিন ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়াররা বলেন, এই স্বীকৃতি প্রতিদিনের কর্তব্যে অনুপ্রেরণা যোগাবে। আগামী দিনে গ্রিন ভলান্টিয়ার এবং সিভিক ভলান্টিয়ারদের কাজে গতি আনতে এবং উৎসাহিত করতে তাঁদের এই পুরস্কার দেওয়া হল বলে পুলিশ জানিয়েছে।

advertisement

View More

আরও পড়ুনঃ জেলার বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত, ধানের ফলন ভাল হবে, আশায় কৃষকরা

 

 

জানা গিয়েছে, গোলাপবাগ সাব ট্র্যাফিক অফিসের ১০ জন বিরহাটা সাব ট্র্যাফিক অফিসের ১৫ জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে। মোট পুরষ্কার দেওয়া হল ২৫ টি। এ বিষয়ে পুলিশ সুপার কমনাশিস সেন বলেন , দুর্গা পুজো একটা বিরাট উৎসব। লক্ষাধিক মানুষ রাস্তায় প্রতিমা দর্শন করতে প্রতিদিন বেড়িয়েছেন। শহরের বাইরে থেকেও প্রচুর মানুষ শহরে এসেছেন। করোনার জন্য দু বছর ভিড় তেমন ছিল না। স্বাভাবিকভাবেই এবছর রাস্তায় অনেক বেশি ভিড় ছিল।

advertisement

আরও পড়ুনঃ দু'বছর পর ফের দূরশিক্ষা বিভাগ চালু হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে

কিন্তু আমাদের গ্রিন ভলেন্টিয়ার সিভিকদের কড়া নজরদারি এবং পরিশ্রমের কারণে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যানজট মুক্ত ট্র্যাফিক পরিষেবা পেয়েছেন দর্শনার্থীরা। নিজেদের কাজের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্যই সকলকে পুরস্কৃত করা হল। এই পুরস্কার আগামীদিনে বিভিন্ন উৎসব কর্মসূচিতে ভালো কাজ করার ইচ্ছা যোগাবে সকলকে।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

Malobika Biswas

বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: উৎসবের আবহে ভালো কাজের জন্য পুরষ্কার পেল গ্রিন ও সিভিক ভলেন্টিয়াররা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল