পুজোর দিনগুলোতে অত্যাধিক চাপের মধ্যেই কর্তব্য করে মানুষকে সঠিক পরিষেবা দিতে পারায় এবং কাজের স্বীকৃতি স্বরূপ খোদ পুলিশ সুপারের কাছ থেকে প্রশংসা পাওয়ায় খুশি সকলে প্রত্যেকেই। পুরস্কৃত হওয়া গ্রিন ভলেন্টিয়ার ও সিভিক ভলেন্টিয়াররা বলেন, এই স্বীকৃতি প্রতিদিনের কর্তব্যে অনুপ্রেরণা যোগাবে। আগামী দিনে গ্রিন ভলান্টিয়ার এবং সিভিক ভলান্টিয়ারদের কাজে গতি আনতে এবং উৎসাহিত করতে তাঁদের এই পুরস্কার দেওয়া হল বলে পুলিশ জানিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ জেলার বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত, ধানের ফলন ভাল হবে, আশায় কৃষকরা
জানা গিয়েছে, গোলাপবাগ সাব ট্র্যাফিক অফিসের ১০ জন ও বিরহাটা সাব ট্র্যাফিক অফিসের ১৫ জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে। মোট পুরষ্কার দেওয়া হল ২৫ টি। এ বিষয়ে পুলিশ সুপার কমনাশিস সেন বলেন , দুর্গা পুজো একটা বিরাট উৎসব। লক্ষাধিক মানুষ রাস্তায় প্রতিমা দর্শন করতে প্রতিদিন বেড়িয়েছেন। শহরের বাইরে থেকেও প্রচুর মানুষ শহরে এসেছেন। করোনার জন্য দু বছর ভিড় তেমন ছিল না। স্বাভাবিকভাবেই এবছর রাস্তায় অনেক বেশি ভিড় ছিল।
আরও পড়ুনঃ দু'বছর পর ফের দূরশিক্ষা বিভাগ চালু হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে
কিন্তু আমাদের গ্রিন ভলেন্টিয়ার ও সিভিকদের কড়া নজরদারি এবং পরিশ্রমের কারণে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যানজট মুক্ত ট্র্যাফিক পরিষেবা পেয়েছেন দর্শনার্থীরা। নিজেদের কাজের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্যই সকলকে পুরস্কৃত করা হল। এই পুরস্কার আগামীদিনে বিভিন্ন উৎসব ও কর্মসূচিতে ভালো কাজ করার ইচ্ছা যোগাবে সকলকে।
Malobika Biswas