আরও পড়ুন: মেয়েকে নিয়ে পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ, রয়েছে গ্রেফতারের সম্ভাবনা
হলুদ ট্যাক্সির ‘যাব না’ শুনতে শুনতে নাকাল সাধারণ মানুষ একসময় অ্যাপ ক্যাবকে ভরসা করতে শুরু করে। জনপ্রিয়তা বাড়তেই অন্য রূপ নেয় ক্যাব সংস্থাগুলি। শুরু করে যখন তখন দেদার সার্জ বসিয়ে গলা কাটা।
ভুক্তভোগী যাত্রীরা বলছেন, এই সার্জের কোনও ঠিক ঠিকানা থাকে না। যে দূরত্ব সকালে যেতে দেড়শো টাকা লাগে, সেই একই দূরত্ব সন্ধেয় লেগে যায় কখনও তিনশো, কখনও বা আরও বেশি। এই ছবিটাই পাল্টাতে উদ্যোগী হয়েছে রাজ্যের পরিবহণ দফতর।
advertisement
আরও পড়ুন: পুরসভার গেস্ট হাউসে রমরমিয়ে চলছে মধুচক্র, গ্রেফতার ১২
তবে রাজ্য সরকার চাইলেও কাজের দিনে সকাল ৮ থেকে রাত ৮ টাকা পর্যন্ত সার্জ বন্ধ করতে রাজি নয় ওলা-উবর। রাজ্যকে চিঠি দিয়ে জানিয়ে দিল দুই সংস্থা। দেওয়া হল বিকল্প প্রস্তাব। তবে রাজ্যের দাবি মেনে বেস ফেয়ার কমাতে রাজি হয়েছিল ক্যাব সংস্থা।
বেস চার্জের ক্ষেত্রে অবশ্য রাজ্যের প্রস্তাব মানতে রাজি বলে জানিয়েছিল ক্যাব সংস্থা। এসি ট্যাক্সির হারে বেস চার্জ নেবে অ্যাপ ক্যাব ৷ এসি ট্যাক্সির বেস চার্জ জিএসটি সহ প্রায় ৪০ টাকা ৷ অ্যাপ ক্যাবের ক্ষেত্রে তা এখন প্রায় ৪৮ টাকা ৷
আরও পড়ুন: পিডিপি-তে ভাঙনের চেষ্টা করলে তার ফল ভয়ঙ্কর হবে ! কেন্দ্রকে হুঁশিয়ারি মুফতির
রাজ্যকে ফের চিঠি ওলা-উবরের ৷ সরকারের বেঁধে দেওয়া ভাড়া মানবে ওলা-উবর ৷ ২০ জুলাই থেকে মানা হবে রাজ্যের ভাড়া ৷
সাধারণ এসি ট্যাক্সির বেস ফেয়ার ধরে ভাড়া নেওয়া হবে বলে রাজ্য সরকারকে জানাল ওলা-উবর ৷