পিডিপি-তে ভাঙনের চেষ্টা করলে তার ফল ভয়ঙ্কর হবে ! কেন্দ্রকে হুঁশিয়ারি মুফতির

Last Updated:

পিডিপি-কে ভাঙার চেষ্টা করলে তার ফল ভয়ঙ্কর হতে পারে ৷ শুক্রবার বিজেপিকে এভাবেই হুঁশিয়ারি দিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ৷

#নয়াদিল্লি: পিডিপি-কে ভাঙার চেষ্টা করলে তার ফল ভয়ঙ্কর হতে পারে ৷ শুক্রবার বিজেপিকে এভাবেই হুঁশিয়ারি দিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ৷ বলেন, পিডিপিকে ভাঙার চেষ্টা করলে সালাউদ্দিন এবং ইয়াসিন মালিকের মত আরও বিচ্ছিন্নতাবাদীর জন্ম হবে উপত্যকায় ৷
সম্প্রতি পিডিপি-র থেকে সমর্থন উঠিয়ে নিয়েছে বিজেপি ৷ যার জেরে জম্মু-কাশ্মীরে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মুফতি ৷ এর পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে পিডিপির বিক্ষোভের সুর ক্রমশ জোরাল হচ্ছে ৷ এদিন জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুফতি বলেন, ‘যদি দিল্লি পিডিপি-র অন্দরে কোন্দল বাধানোর চেষ্টা করে কিংবা পিডিপি-র কাজে হস্তক্ষেপ করার চেষ্টা করে তবে, তার ফল ভয়ানক হতে পারে ৷ ১৯৮৭ সালে সালাউদ্দিনের জন্ম হয়েছিল কাশ্মীরে ৷ এবার এমনই আরও অনেক জঙ্গির জন্ম হবে কাশ্মীরে ৷ শুধু তাই নয় ৷ ভারতের গণতন্ত্রের উপর থেকেও সমস্ত আস্থা যাবে কাশ্মীরবাসীর ৷’
advertisement
advertisement
মুফতির এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাও ৷ তিনি টুইটে বলেন, ‘দিল্লিকে হুমকি দিচ্ছেন মুফতি ৷ কিন্তু মুফতি মুখ্যমন্ত্রী থাকাকালীনই উপত্যকায় আবার নতুন করে জঙ্গিহামলা বেড়েছে ৷ সেটি হয়তো তিনি ভুলে গিয়েছেন ৷’
advertisement
advertisement
উপত্যকায় পিডিপি-র সঙ্গে বিজেপির জোট ভাঙনের পর থেকেই পিপল ডেমোক্রেটিক পার্টির নেতাদের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করছেন বিজেপি নেতারা ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী মুফতির দাবি, পিডিপির নেতাদের নিজেদের দলে টানার চেষ্টা করছে দেশের শাসক দল ৷  এই প্রসঙ্গ টেনেই এদিন কেন্দ্রকে হুঁশিয়ারি দিলেন মুফতি ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পিডিপি-তে ভাঙনের চেষ্টা করলে তার ফল ভয়ঙ্কর হবে ! কেন্দ্রকে হুঁশিয়ারি মুফতির
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement