পুরসভার গেস্ট হাউসে রমরমিয়ে চলছে মধুচক্র, গ্রেফতার ১২

Last Updated:

পুরসভার গেস্টহাউসেই রমরমিয়ে চলছিল মধুচক্র ৷ গভীর রাতে কোন্নগর পুরসভার গেস্ট হাউসে হানা দিয়ে ১২ জনকে হাতেনাতে পাকরাও করল সিআইডি ৷

#কোন্নগর: পুরসভার গেস্টহাউসেই রমরমিয়ে চলছিল মধুচক্র ৷ গভীর রাতে কোন্নগর পুরসভার গেস্ট হাউসে হানা দিয়ে ১২ জনকে হাতেনাতে পাকরাও করল সিআইডি ৷ এদের মধ্যে ছিল ৮ জন নাবালিকা এবং ৪ জন পুরুষ ৷
গেস্ট হাউসটির বাইরে রঙিন মোড়কে লেখা বিশ্রামিকা গেস্ট হাউস ৷ কোন্নগর স্টেশনের একেবারে সামনেই রয়েছে এই ঝা চকচকে গেস্ট হাউসটি ৷ বাইরে থেকে দেখলে কোনও কিছুই বোঝার জো নেই ৷ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে হানা দেয় সিআইডি ৷ সেখানেই আপত্তিকর অবস্থায় ৫ জন নাবালিকাসহ ১২ জনকে গ্রেফতার করে সিআইডি ৷ তাদেরকে উত্তরপাড়া থানায় নিয়ে যাওয়া হয় ৷ এছাড়াও গেস্ট হাউসটি থেকে ১০টি মোবাইল ফোন, কয়েকহাজার নগদ টাকা এবং বেশ কিছু সিডি ৷
advertisement
স্থানীয়দের অভিযোগ, ওই গেস্ট হাউস প্রায়ই অপরিচিত মহিলা এবং পুরুষদের আনাগোনা লেগেই থাকত ৷ মহিলা বাছাই করার জন্য ব্যবহার করা হত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ৷ সেখানেই স্থির হত দরদামও ৷ এরপরই কোন্নগরের বিশ্রামিকা গেস্ট হাউসের ঠিকানা দেওয়া হত ৷ টাকার লোভে এই ফাঁদে পা দিতেন তারকেশ্বর, শেওড়াফুলি ও বৈদ্যবাটিসহ বিভিন্ন এলাকার নাবালিকারা ৷
advertisement
advertisement
পুরসভার গেস্ট হাউসে কীভাবে দিনের পর দিন এই মধুচক্রের আসর চলত ? সেই নিয়ে উঠছে প্রশ্ন ৷ জানা গিয়েছে, পুরসভা সরাসরি এই গেস্ট হাউসটি চালাত না ৷ স্থানীয় এক ব্যক্তিকে লিজ দেওয়া হয় ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷ যদিও পুরসভার তরফ থেকে কোনও উত্তর মেলেনি এখনও ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুরসভার গেস্ট হাউসে রমরমিয়ে চলছে মধুচক্র, গ্রেফতার ১২
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement