পুরসভার গেস্ট হাউসে রমরমিয়ে চলছে মধুচক্র, গ্রেফতার ১২

Last Updated:

পুরসভার গেস্টহাউসেই রমরমিয়ে চলছিল মধুচক্র ৷ গভীর রাতে কোন্নগর পুরসভার গেস্ট হাউসে হানা দিয়ে ১২ জনকে হাতেনাতে পাকরাও করল সিআইডি ৷

#কোন্নগর: পুরসভার গেস্টহাউসেই রমরমিয়ে চলছিল মধুচক্র ৷ গভীর রাতে কোন্নগর পুরসভার গেস্ট হাউসে হানা দিয়ে ১২ জনকে হাতেনাতে পাকরাও করল সিআইডি ৷ এদের মধ্যে ছিল ৮ জন নাবালিকা এবং ৪ জন পুরুষ ৷
গেস্ট হাউসটির বাইরে রঙিন মোড়কে লেখা বিশ্রামিকা গেস্ট হাউস ৷ কোন্নগর স্টেশনের একেবারে সামনেই রয়েছে এই ঝা চকচকে গেস্ট হাউসটি ৷ বাইরে থেকে দেখলে কোনও কিছুই বোঝার জো নেই ৷ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে হানা দেয় সিআইডি ৷ সেখানেই আপত্তিকর অবস্থায় ৫ জন নাবালিকাসহ ১২ জনকে গ্রেফতার করে সিআইডি ৷ তাদেরকে উত্তরপাড়া থানায় নিয়ে যাওয়া হয় ৷ এছাড়াও গেস্ট হাউসটি থেকে ১০টি মোবাইল ফোন, কয়েকহাজার নগদ টাকা এবং বেশ কিছু সিডি ৷
advertisement
স্থানীয়দের অভিযোগ, ওই গেস্ট হাউস প্রায়ই অপরিচিত মহিলা এবং পুরুষদের আনাগোনা লেগেই থাকত ৷ মহিলা বাছাই করার জন্য ব্যবহার করা হত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ৷ সেখানেই স্থির হত দরদামও ৷ এরপরই কোন্নগরের বিশ্রামিকা গেস্ট হাউসের ঠিকানা দেওয়া হত ৷ টাকার লোভে এই ফাঁদে পা দিতেন তারকেশ্বর, শেওড়াফুলি ও বৈদ্যবাটিসহ বিভিন্ন এলাকার নাবালিকারা ৷
advertisement
advertisement
পুরসভার গেস্ট হাউসে কীভাবে দিনের পর দিন এই মধুচক্রের আসর চলত ? সেই নিয়ে উঠছে প্রশ্ন ৷ জানা গিয়েছে, পুরসভা সরাসরি এই গেস্ট হাউসটি চালাত না ৷ স্থানীয় এক ব্যক্তিকে লিজ দেওয়া হয় ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷ যদিও পুরসভার তরফ থেকে কোনও উত্তর মেলেনি এখনও ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুরসভার গেস্ট হাউসে রমরমিয়ে চলছে মধুচক্র, গ্রেফতার ১২
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement