হুইস্কির বোতলটি ইতিমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে। এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড়ো হুইস্কির এই বোতলটির উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি। The Macallan Distillery কোম্পানির হুইস্কির বোতলে রয়েছে ৩২ বছরের পুরনো হুইস্কি। ২৫ মে ইংল্যান্ডের স্কটল্যান্ডে হুইস্কির নিলামের আসর ডাকা হয়েছে। নিলামের আসর সঞ্চালনা করবে এডিনবার্গে অবস্থিত নিলামি হাউস Lyon & Turnbull। বিশ্বের সবথেকে বড়ো এই হুইস্কির বোতল ছাড়াও নিলামে অংশগ্রহণ করবে বিশ্বের ৪৪৪ টি স্ট্যান্ডার্ড বোতল। যদিও, সবচেয়ে বেশি উৎসাহ বিশ্বের বৃহত্তম হুইস্কির বোতলকে ঘিরেই।
advertisement
আরও পড়ুন- নাইটক্লাবে রাহুল গান্ধির ভিডিও ভাইরাল! 'পার্টি টাইম রাজনীতিবিদ', কটাক্ষ বিজেপির!
ওয়েলস অনলাইনের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড়ো এই হুইস্কির বোতল ১.৯ মিলিয়ন ডলারের থেকে অনেক বেশি দামে বিক্রি করা হতে পারে। গত বছর, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, ১৯৮৯ ম্যাকালান সিঙ্গল মল্টের ৩১১ লিটারের বোতলটি বিশ্বের বৃহত্তম স্কচ হুইস্কির বোতল। দামের একটি অংশ মেরি কুরি দাতব্য সংস্থাকে দেওয়া হবে, জানিয়েছে ডেইলি রেকর্ড। হুইস্কিটি ৩ মে, ১৯৮৯-এ ডিস্টিলড করা হয়েছিল এবং তারপরে ওক হগহেডসে স্থানান্তরিত করা হয়। তারপর ৩২ বছর ধরে ম্যাকালান ডিস্টিলারিতে রেখে দেওয়া হয়েছিল।