TRENDING:

Worlds Largest Whisky Bottle: বিশ্বের সবচেয়ে বড়ো হুইস্কির বোতল নিলামে! ৩১১ লিটার হুইস্কির দাম কত জানেন?

Last Updated:

Worlds Largest Macallan single malt Whisky: এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড়ো হুইস্কির এই বোতলটির উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Viral: বিশ্বের সবচেয়ে বড়ো হুইস্কির বোতল উঠতে চলেছে নিলামে! আগামী ২৫ মে ব্রিটেনে আয়োজিত হতে চলেছে এই নিলাম সভা। অনুমান করা হচ্ছে, এই হুইস্কির বোতল বিশ্বরেকর্ড তৈরি করতে পারে। এর আগে ১.৯ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৪৫,৪৫৫,০৭০ টাকায় একটি মদের বোতল বিক্রির রেকর্ড রয়েছে। কিন্তু, মনে করা হচ্ছে আসন্ন নিলামে সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে এই হুইস্কির বোতল। অনেকেই আগ্রহ দেখিয়েছেন হুইস্কির মহামূল্যবান বোতলটি কেনার জন্য। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল সেই হুইস্কির বোতল।
advertisement

আরও পড়ুন- Human Barbie Doll: জ্যান্ত বার্বি সাজবেন, স্তন, ঠোঁট, নিতম্বের অস্ত্রোপচারে যুবতীর খরচ শুনলে মাথা ঘুরে যাবে!

হুইস্কির বোতলটি ইতিমধ্যেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে। এই মুহূর্তে বিশ্বের সবথেকে বড়ো হুইস্কির এই বোতলটির উচ্চতা ৫ ফুট ১১ ইঞ্চি। The Macallan Distillery কোম্পানির হুইস্কির বোতলে রয়েছে ৩২ বছরের পুরনো হুইস্কি। ২৫ মে ইংল্যান্ডের স্কটল্যান্ডে হুইস্কির নিলামের আসর ডাকা হয়েছে। নিলামের আসর সঞ্চালনা করবে এডিনবার্গে অবস্থিত নিলামি হাউস Lyon & Turnbull। বিশ্বের সবথেকে বড়ো এই হুইস্কির বোতল ছাড়াও নিলামে অংশগ্রহণ করবে বিশ্বের ৪৪৪ টি স্ট্যান্ডার্ড বোতল। যদিও, সবচেয়ে বেশি উৎসাহ বিশ্বের বৃহত্তম হুইস্কির বোতলকে ঘিরেই।

advertisement

আরও পড়ুন- নাইটক্লাবে রাহুল গান্ধির ভিডিও ভাইরাল! 'পার্টি টাইম রাজনীতিবিদ', কটাক্ষ বিজেপির!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ওয়েলস অনলাইনের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড়ো এই হুইস্কির বোতল ১.৯ মিলিয়ন ডলারের থেকে অনেক বেশি দামে বিক্রি করা হতে পারে। গত বছর, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, ১৯৮৯ ম্যাকালান সিঙ্গল মল্টের ৩১১ লিটারের বোতলটি বিশ্বের বৃহত্তম স্কচ হুইস্কির বোতল। দামের একটি অংশ মেরি কুরি দাতব্য সংস্থাকে দেওয়া হবে, জানিয়েছে ডেইলি রেকর্ড। হুইস্কিটি ৩ মে, ১৯৮৯-এ ডিস্টিলড করা হয়েছিল এবং তারপরে ওক হগহেডসে স্থানান্তরিত করা হয়। তারপর ৩২ বছর ধরে ম্যাকালান ডিস্টিলারিতে রেখে দেওয়া হয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Worlds Largest Whisky Bottle: বিশ্বের সবচেয়ে বড়ো হুইস্কির বোতল নিলামে! ৩১১ লিটার হুইস্কির দাম কত জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল