মধ্য জার্মানির এই শহরের স্পোর্টস কমিটি প্রস্তাব রেখেছে যে সব সাঁতারুকেই উর্ধ্বাঙ্গ অনাবৃত করে পুলে নামার অনুমতি দেওয়া হোক৷ প্রাথমিকভাবে মহিলাদের শুধু সপ্তাহান্তে টপলেস হয়ে সাঁতারের অনুমতি দেওয়া হয়েছে৷ আপাতত ১ মে থেকে পরীক্ষামূলকভাবে এই নিয়ম চলবে ৩১ অগাস্ট অবধি৷
আরও পড়ুন : দু’জনের প্রোফাইলেই সমুদ্র ও ‘সে’! রহস্য ঘনীভূত তথাগত-বিবৃতির পোস্টে
advertisement
তবে শহরের বাসিন্দারা সম্পূর্ণ খুশি নয় এই নতুন নিয়মে৷ তাঁদের দাবি, সমতা শুধু সপ্তাহান্তে নয়৷ জারি রাখতে হবে সপ্তাহভরই৷ অন্যদিকে পুল কর্তৃপক্ষের দাবি, সপ্তাহান্তেই শুধু এই নিয়ম চালু করা হয়েছে যাতে স্কুলপড়ুয়াদের সাঁতার প্রশিক্ষণ পর্ব ব্যাহত না হয়৷
আরও পড়ুন : কলিরে-উচ্ছ্বাস থেকে রহস্যময় উত্তর! করিশ্মা কি আবার সাতপাকে বাঁধা পড়বেন?
আরও পড়ুন : গাউনে কি স্যানিটরি ন্যাপকিন? বিচ্ছেদ-গুঞ্জনের মধ্যেই কদর্য ট্রোলিং কিয়ারাকে
পাবলিক ন্যুডিটি বা প্রকাশ্য নগ্নতা জার্মানিতে অপরাধ৷ তবে সমুদ্রসৈকতে এবং লোকালয়ের দূরে প্রকৃতির কোলে নগ্নতা মেনে নেওয়া হয়৷ অতীতে এই দেশ সাক্ষী থেকেছে ন্যুডিস্ট আন্দোলনের৷ জার্মান ভাষায় এই আন্দোলনের নাম FKK বা Frei Korper Kultur৷ অর্থাৎ শরীর উন্মুক্ত করার সংস্কৃতি৷