TRENDING:

Viral News: হাতে মৃত্যুর সরঞ্জাম মহিলার! সায়নাইডের থেকে ১০ হাজার গুণ বিষাক্ত, এক মিনিটে ২৬ জনকে মারতে পারে

Last Updated:

Viral News: হাতে অক্টোপাস তো নয় যেন নিয়েছেন মৃত্যুর পরোয়ানা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহু সময়েই আমরা এই বিষয় নিয়ে কখনওই ভাবিনা আমাদের কাছাকছি ও পাশাপাশি এমন কিছু জিনিসপত্র মজুত আছে ৷ কিন্তু পরে তা রীতিমত ভাবতে বাধ্য করে ৷ এমনই এক ঘটনা ঘটেছে এই অস্ট্রেলিয়ান মহিলার সঙ্গে ওই মহিলার হাতে আছে মৃত্যুর সামগ্রী ৷ কিন্তু তিনি জানতেন না সেগুলি আসলে বিষ ৷ না জেনেই হাতে নিয়োছিলেন পরে জানতে পারেন তিনি তখনই ভয়ে কাঁটা হয়ে গিয়েছেন ৷ আসলে সেটি অক্টোপাস ছিল যা তাঁর প্রাণ পর্যন্ত নিতে পারে ৷
হাতে নীল অক্টোপাস মহিলার ৷ টিকটক ভিডিও থেকে নেওয়া ছবি ৷
হাতে নীল অক্টোপাস মহিলার ৷ টিকটক ভিডিও থেকে নেওয়া ছবি ৷
advertisement

আরও পড়ুন: Viral: এই মানুষের মুখেই লুকিয়ে রয়েছে একটি ইংরেজি শব্দ, দেখুন তো খুঁজে বের করতে পারেন কী না...

 

টিকটকে Katapillah নামে অস্ট্রেলিয়ান মহিলা জানিয়েছেন সম্প্রতি তিনি জানতে পেরেছেন যে সে সময়ে তিনি মৃত্যুর সঙ্গে ছিনিমিনি খেলছিলেন ৷ এই মহিলা বিচের উপর ঘুরতে ঘুরতে হাতে অক্টোপাস তুলে নিয়েছিলেন ৷ সেই অক্টোপাস কামড়ালে অতি সহজেই তাঁর প্রাণ যেতে পারত ৷ যদিও তিনি নিজে জানতেন না যে তিনি হাতে করে কী নিয়ে ঘুরছেন ৷ Daily Star-এর রিপোর্টের ভিত্তিতে বলতে পারা যায় যে এই ঘটনা নিয়ে এক মহিলা একটি ভিডিও পোস্ট করেছেন ৷

advertisement

আরও পড়ুন: Optical Illusion: ৫ সেকেন্ড দেখুন এই ছবি! তারপরে নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না

ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে মহিলার হাতে একটি সামুদ্রিক প্রাণী ৷ যাকে জল থেকে তিনি বাইরে বের করেছেন ৷ হাতের মধ্যে ওই ছোট্ট প্রাণীটি যাকে দেখতে নীল রঙের ছিল ৷ অতি সহজেই হাতের মধ্যে চলাফেরা করছিল ৷ টিকটক ভিডিওটি দেখার পরে বেশ কিছু মহিলাকে অনেকেই সতর্ক করে দেন তিনি আসলে কী নিয়ে ঘোরাফেরা করছেন সেই বিষয়ে ৷ ভিডিওটি দেখার পরে একের পর এক মন্তব্য করছেন যে এরপরেও যদি আপনি বেঁচে থাকেন তাহলে নিজেকে অতি সৌভাগ্যবতী বলে মনে করবেন ৷

advertisement

আরও পড়ুন:  Viral Video: ট্রেনচালক কচুরি খাবেন বলে প্রতিদিন আস্ত একটা ট্রেন দাঁড় করান! দেখুন ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন

আসলে অক্টোপাস এতটাই বিষাক্ত প্রজাতির প্রাণী যে তাকে ছোঁয়াও উচিৎ নয় ৷ বেশ কিছু বয়স্ক মানুষ একে নীল রিং অক্টোপাস বলেও চিহ্নিত করেছেন ৷ এটি সায়নাইডের থেকেও ১০,০০০ গুণ বিষাক্ত বলেই মনে করা হয় ৷ এই ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবের এতটাই বিষের প্রভাব যে ২৬ জনের মৃত্যু এক নিমেষেই হতে পারে ৷

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: হাতে মৃত্যুর সরঞ্জাম মহিলার! সায়নাইডের থেকে ১০ হাজার গুণ বিষাক্ত, এক মিনিটে ২৬ জনকে মারতে পারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল