ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখায় যে কীভাবে মানুষ উৎসব এবং বিয়ের মতো অনুষ্ঠানে বন্দুক এবং অন্যান্য অস্ত্র প্রদর্শন করে। আইনের তোয়াক্কাই করে না তাঁরা।
advertisement
আরও পড়ুন: ঢাক বাজিয়ে তাক লাগালেন প্রসেনজিৎ! খুদে আদিদেবের কাছে কি জিততে পারবেন বুম্বা দা?
উত্তর ভারতের উত্তরপ্রদেশ এবং বিহার রাজ্যে, উৎসবে বন্দুকযুদ্ধ মোটামুটি সাধারণ বিষয়। এই ধরনের গুলি চালানো আইনের পরিপন্থী এবং প্রায়শই অনিচ্ছাকৃত প্রাণহানির ঘটনা ঘটে। বিহারের সিওয়ানের এই সোশ্যাল মিডিয়ায় ভয় তৈরি করছে।
আরও পড়ুন: পুরনো বন্ধু রানির সঙ্গে 'হঠাৎ দেখা' ঋতুপর্ণার! উত্তর মুম্বইয়ের পুজোয় দুই বঙ্গনারী
ম্যাজেন্টা এক লেহেঙ্গা পরে মঞ্চে নাচছেন একজন মহিলা, হাতে রয়েছে একটি রিভলভার। টুইটারে এমন এক ভিডিও দেখা যায় সম্প্রতি। এখনও এটা স্পষ্ট নয় যে তরুণীকে পার্টি থেকেই আগ্নেয়াস্ত্রটি দেওয়া হয়েছিল নাকি নিজের সুরক্ষার জন্য তাঁর কাছেই ছিল।