আরও পড়ুন- আপনার প্রস্রাবে কি ‘ফেনা’ হয়? শরীরে কী হয়ে আছে জানেন…? এড়িয়ে গেলে কী বিপদ হবে? জেনে নিন!
এই বৃষ্টির ফলে গাছপালা, পশু-পাখি, জলজ প্রাণী, জীব-জন্তু, দালান-কোঠা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মুর্শিদাবাদ জেলার কান্দি রাজ কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছেন এই দুটি বৃষ্টির পার্থক্য। অ্যাসিড বৃষ্টি কেন হয় জানেন? প্রধানত দু’টি কারণে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে।
advertisement
অ্যাসিড বৃষ্টি কেন হয় জানেন? প্রধানত দু’টি কারণে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে।
একটি হল প্রাকৃতিক কারণ এবং অপরটি হল মনুষ্যসৃষ্ট কারণ। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, দাবানল এই সকল নানান প্রাকৃতিক বিপর্যয় এর কারণে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস যেমন হাইড্রোজেন ফ্লোরাইড (HF), SO2 এগুলো H2O জলকণার সঙ্গে মিশে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এবং সেটিই ফলস্বরূপ বৃষ্টি রূপে পৃথিবীতে নেমে আসে এবং অ্যাসিড বৃষ্টি ঘটে।
এটি হল প্রাকৃতিক কারণ। অপরটি হল মনুষ্যসৃষ্ট কারণ। রাস্তাঘাটে বিভিন্ন যানবাহন, কলকারখানা থেকে অনেক বেশি পরিমাণে NO2 গ্যাস নির্গত হয় এবং সেটি বিভিন্ন জলকণা H2O এর সঙ্গে মিশে HNO3 তৈরি করে। HNO3 বৃষ্টি রূপে পৃথিবীতে নেমে এসে অ্যাসিড বৃষ্টি ঘটিয়ে থাকে। কোনটা অ্যাসিড বৃষ্টি আর কোনটা সাধারণ বৃষ্টি শনাক্ত করবেন কী ভাবে জানেন?
মাছ নয়, ‘মহৌষধ’! ভাজা করে খেলেই রক্ত থেকে নিংড়ে বেরোবে ‘Sugar’! ভিটামিন ‘ডি’ ভরপুর…কমায় ক্যানসার!
কোনটা অ্যাসিড বৃষ্টি আর কোনটা সাধারণ বৃষ্টি শনাক্ত করবেন কী ভাবে জানেন?
খুদে বিজ্ঞানীরা জানিয়েছেন, একটি লিটমাস পেপারে পানীয় জল দিয়ে পরীক্ষা করে দেখা গেছে তা একবারেই সবুজ রঙ ধারণ করেছে এবং pH মান 7। অন্য একটি লিটমাস পেপারে অ্যাসিড জল দিয়ে পরীক্ষা করা হয়েছে তা লাল রঙ ধারণ করেছে এবং pH মান 2-3। এর মাধ্যমে খুব দ্রুতই শনাক্তকরণ সম্ভব। ফলে আপনিও চাইলে অ্যাসিড বৃষ্টি ও সাধারণ বৃষ্টি কিভাবে হচ্ছে তা বুঝতে পারবেন।
কৌশিক অধিকারী