TRENDING:

Acid Rain: সাবধান! কোন 'বৃষ্টি' পড়ছে আপনার গায়ে? ক্ষতিকর 'অ্যাসিড বৃষ্টি' নাকি সাধারণ 'বৃষ্টি'? এই লক্ষণ দেখেই বুঝবেন...!

Last Updated:

Acid Rain: মুর্শিদাবাদ জেলার কান্দি রাজ কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা অ্যাসিড বৃষ্টি ও সাধারণ বৃষ্টির পার্থক্য সহজ পদ্ধতিতে দেখিয়েছেন। কী করে চিনবেন আপনারাও? বুঝে নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: বায়ু দূষণের কারণে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে। কিন্তু জানেন কি, অ্যাসিড বৃষ্টি ও সাধারণ বৃষ্টি, তার মধ্যে কি পার্থক্য? অ্যাসিড বৃষ্টি বা অম্ল বৃষ্টি হল একধরনের বৃষ্টিপাত যে ক্ষেত্রে জল অম্লীয় প্রকৃতির হয়। এক্ষেত্রে জলের pH ৭ এর চেয়ে কম হয়ে থাকে। এটি এমন এক ধরনের বৃষ্টি যাতে অ্যাসিড উপস্থিত থাকে। নানাবিধ অম্লধর্মীয় অক্সাইড বা অ্যাসিড মিশ্রিত থাকার কারণে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয় এবং বেশির ভাগ ক্ষেত্রেই বৃষ্টির জলের pH ৫.৬ এর সমান বা কম হয়ে থাকে।
advertisement

আরও পড়ুন- আপনার প্রস্রাবে কি ‘ফেনা’ হয়? শরীরে কী হয়ে আছে জানেন…? এড়িয়ে গেলে কী বিপদ হবে? জেনে নিন!

এই বৃষ্টির ফলে গাছপালা, পশু-পাখি, জলজ প্রাণী, জীব-জন্তু, দালান-কোঠা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মুর্শিদাবাদ জেলার কান্দি রাজ কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছেন এই দুটি বৃষ্টির পার্থক্য। অ্যাসিড বৃষ্টি কেন হয় জানেন? প্রধানত দু’টি কারণে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে।

advertisement

আরও পড়ুন- ‘ব্লাড সুগার’ নিয়ন্ত্রণে নতুন দিশা! চাষির ছেলের গবেষণায় বিরাট সাফল্য…আগামীর ভরসা কি ‘হ্যোমিওপ্যাথি’?

স্বামী-স্ত্রী ছেঁড়া জামা পরতেন, হঠাৎ বদলে গেল সব…! দামি গাড়ি, ঝকঝকে বাড়ি! কী ভাবে? যা জানা গেল, শিউরে উঠবেন!

advertisement

অ্যাসিড বৃষ্টি কেন হয় জানেন? প্রধানত দু’টি কারণে অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে।

একটি হল প্রাকৃতিক কারণ এবং অপরটি হল মনুষ্যসৃষ্ট কারণ। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, দাবানল এই সকল নানান প্রাকৃতিক বিপর্যয় এর কারণে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস যেমন হাইড্রোজেন ফ্লোরাইড (HF), SO2 এগুলো H2O জলকণার সঙ্গে মিশে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এবং সেটিই ফলস্বরূপ বৃষ্টি রূপে পৃথিবীতে নেমে আসে এবং অ্যাসিড বৃষ্টি ঘটে।

advertisement

আপনার সন্তানের মধ্যে কি এই ‘লক্ষণগুলো’ দেখা যাচ্ছে? ‘হার্ট অ্যাটাক’ও হতে পারে…! একেবারেই উপেক্ষা করবেন না!

এটি হল প্রাকৃতিক কারণ। অপরটি হল মনুষ্যসৃষ্ট কারণ। রাস্তাঘাটে বিভিন্ন যানবাহন, কলকারখানা থেকে অনেক বেশি পরিমাণে NO2 গ্যাস নির্গত হয় এবং সেটি বিভিন্ন জলকণা H2O এর সঙ্গে মিশে HNO3 তৈরি করে। HNO3 বৃষ্টি রূপে পৃথিবীতে নেমে এসে অ্যাসিড বৃষ্টি ঘটিয়ে থাকে। কোনটা অ্যাসিড বৃষ্টি আর কোনটা সাধারণ বৃষ্টি শনাক্ত করবেন কী ভাবে জানেন?

advertisement

মাছ নয়, ‘মহৌষধ’! ভাজা করে খেলেই রক্ত থেকে নিংড়ে বেরোবে ‘Sugar’! ভিটামিন ‘ডি’ ভরপুর…কমায় ক্যানসার!

কোনটা অ্যাসিড বৃষ্টি আর কোনটা সাধারণ বৃষ্টি শনাক্ত করবেন কী ভাবে জানেন?

খুদে বিজ্ঞানীরা জানিয়েছেন, একটি লিটমাস পেপারে পানীয় জল দিয়ে পরীক্ষা করে দেখা গেছে তা একবারেই সবুজ রঙ ধারণ করেছে এবং pH মান 7। অন্য একটি লিটমাস পেপারে অ্যাসিড জল দিয়ে পরীক্ষা করা হয়েছে তা লাল রঙ ধারণ করেছে এবং pH মান 2-3। এর মাধ্যমে খুব দ্রুতই শনাক্তকরণ সম্ভব। ফলে আপনিও চাইলে অ্যাসিড বৃষ্টি ও সাধারণ বৃষ্টি কিভাবে হচ্ছে তা বুঝতে পারবেন।

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Acid Rain: সাবধান! কোন 'বৃষ্টি' পড়ছে আপনার গায়ে? ক্ষতিকর 'অ্যাসিড বৃষ্টি' নাকি সাধারণ 'বৃষ্টি'? এই লক্ষণ দেখেই বুঝবেন...!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল