সাধারণত পুরুষ এবং নারীর মধ্যেই বিয়ের সম্বন্ধ হয় বলে এতদিন আমরা জানতাম। তবে এখন সমলিঙ্গের মানুষও নিজেদের অস্তিত্বকে গুরুত্ব দিয়ে নিজেদের পছন্দের সঙ্গীকে বিয়ে করছেন। যদিও ভারতে এই ধরনের বিয়ে আদালত কর্তৃক স্বীকৃত নয়। এই নিয়ে সারা বিশ্ব জুড়েই নানা মত ও বিশ্বাস রয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি খানিকটা আলাদা। এই ভিডিওটি @musafir_vj নামের আইডি থেকে সোশ্যাল মিডিয়া সাইট X-এ পোস্ট করা হয়েছে।
advertisement
ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ছেলে ৪ কনের সঙ্গে বিয়ের আগুনকে প্রদক্ষিণ করছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘ধড়কন’ ছবির ‘দুলহে কা সেহরা’ গানটি। বরের মুখে মৃদু হাসি আর চার বধূই তাঁকে অনুসরণ করছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর কমেন্ট বক্সে মানুষের প্রতিক্রিয়ার বন্যা বইতে শুরু করেছে। অনেকেই মজার মজার সব কমেন্ট করেছেন । কেউ কেউ আবার একেই কলিযুগ বলেও দেগে দিয়েছেন।
আরও পড়ুন- আত্মঘাতী প্রেমিকা! হেনস্থা ও ব্ল্যাকমেলের অভিযোগে গ্রেফতার ‘পুষ্পা’-খ্যাত অভিনেতা, কে তিনি?
আরও পড়ুন- দুঃসংবাদ! ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী, শোকস্তব্ধ বিনোদন জগত
কমেন্ট বক্সে এক ব্যবহারকারী লিখেছেন, ‘ভাই, আমার ভাগ্যে একজনও জুটছে না আর এই ছেলে এক সঙ্গে ৪ জনকে বিয়ে করছে!।’ আরেকজন লিখেছেন, ‘রিলের ঠেলায় দিকই ভুলে যাচ্ছি।’ অন্য আরেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ‘কোথায় এমনটা হয়, কীভাবে হয়, আমিও এমন হতে চাই।’