TRENDING:

'আমার বিয়েতে এসো' আত্মীয়ের বিয়ের 'কার্ড' এল মেসেজে, PDF খুলতেই সর্বনাশ...! ফাঁকা হয়ে গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Last Updated:

Bank Account: রাতে ফোনে ভেসে উঠল এক আত্মীয়ের মেসেজ। সঙ্গে একটি পিডিএফ ফাইল। কী আর হবে? বিয়ের কার্ডই তো! উৎসাহ নিয়ে খুললেন... আর তারপর যা ঘটল, তাতে ঘুম উধাও! কয়েক মুহূর্তের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা...!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজকোট: “আমার বিয়েতে এসো…” রাতে ফোনে ভেসে উঠল এক আত্মীয়ের মেসেজ। সঙ্গে একটি পিডিএফ ফাইল। কী আর হবে? বিয়ের কার্ডই তো! উৎসাহ নিয়ে খুললেন… আর তারপর যা ঘটল, তাতে ঘুম উধাও! কয়েক মুহূর্তের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা…! ৭৫ হাজার টাকা উধাও!
নিমন্ত্রণপত্রের আড়ালে সাইবার ফাঁদ! রাজকোট জেলার কলিথাদ গ্রামের রিয়াজ ভাই গালার ঘটনা শুনুন। রাজকোটে সাইবার প্রতারকেরা বিয়ের নিমন্ত্রণপত্রের নামে পিডিএফ ফাইল পাঠিয়ে বহু মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা চুরি করেছে। রিয়াজ ভাই গালা ও শৈলেশ ভাই সাভলিয়া-সহ অনেকেই এই প্রতারণার শিকার হয়েছেন।
নিমন্ত্রণপত্রের আড়ালে সাইবার ফাঁদ! রাজকোট জেলার কলিথাদ গ্রামের রিয়াজ ভাই গালার ঘটনা শুনুন। রাজকোটে সাইবার প্রতারকেরা বিয়ের নিমন্ত্রণপত্রের নামে পিডিএফ ফাইল পাঠিয়ে বহু মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা চুরি করেছে। রিয়াজ ভাই গালা ও শৈলেশ ভাই সাভলিয়া-সহ অনেকেই এই প্রতারণার শিকার হয়েছেন।
advertisement

আরও পড়ুন- কাঁদতে কাঁদতে ব্যাঙ্কে এলেন মহিলা! বললেন, ‘আমার অ্যাকাউন্টে…’ দেখেই মাথায় বাজ পড়ল ম্যানেজারের! এ কী?

রাজকোটে সাইবার প্রতারকেরা বিয়ের নিমন্ত্রণপত্রের নামে পিডিএফ ফাইল পাঠিয়ে বহু মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা চুরি করেছে। রিয়াজ ভাই গালা ও শৈলেশ ভাই সাভলিয়া-সহ অনেকেই এই প্রতারণার শিকার হয়েছেন।

আরও পড়ুন- দেশে বাড়ছে AML ‘ব্লাড ক্যানসার’! কারা ‘শিকার’ হচ্ছেন?…এই সামান্য উপসর্গই কি ‘বড়’ বিপদের ইঙ্গিত?

advertisement

মাঝরাতে তরুণীর মেসেজ, ‘আমার শাশুড়িকে…পারবেন?’ চিকিৎসকের ঘাম ছুটল! তিনি যা করলেন, চমকে যাবেন!

advertisement

প্রথমে মাত্র ১ টাকা কাটা হয়, তারপর ধীরে ধীরে পুরো ৭৫,০০০ টাকা গায়েব হয়ে যায়। কিছু বোঝার আগেই তাঁর সঞ্চিত অর্থ অন্য কারও অ্যাকাউন্টে চলে যায়।

নিমন্ত্রণপত্রের আড়ালে সাইবার ফাঁদ! রাজকোট জেলার কলিথাদ গ্রামের রিয়াজ ভাই গালার ঘটনা শুনুন। ১৪ ফেব্রুয়ারি তাঁর ফোনে এক আত্মীয় ঈশান ভাইয়ের কাছ থেকে একটি মেসেজ আসে— “আমার বিয়েতে এসো।” সঙ্গে ছিল একটি পিডিএফ ফাইল। রিয়াজ ভাই খুশি হয়ে বিয়ের কার্ড দেখতে গিয়ে বুঝতেই পারেননি, এটি সাইবার অপরাধীদের পাতানো ফাঁদ। তিনি ফাইলটি ডাউনলোড করা মাত্রই হ্যাকাররা তাঁর ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। প্রথমে মাত্র ১ টাকা কাটা হয়, তারপর ধীরে ধীরে পুরো ৭৫,০০০ টাকা গায়েব হয়ে যায়। কিছু বোঝার আগেই তাঁর সঞ্চিত অর্থ অন্য কারও অ্যাকাউন্টে চলে যায়।

advertisement

স্কুল পাশের পর মাত্র ৬ মাস এই ‘মেডিক্যাল কোর্স’! হয়ে যাবেন ‘ডাক্তার’…! রোজগার করবেন লাখ টাকা! 

‘রাম’ শুধু মদ নয়, ‘মহৌষধ’! এইভাবে খেলেই ১০ রোগ থেকে মুক্তি…! জানেন রামের এই আশ্চর্য ‘গুণ’?

কৃষকরাও প্রতারণার শিকার—

শুধু রিয়াজ ভাই নয়, কলিথাদ গ্রামের কৃষক শৈলেশ ভাই সাভলিয়াও একই ধরনের প্রতারণার শিকার হন। সারাদিন মাঠে খেটে ক্লান্ত শরীরে বাড়ি ফিরেছিলেন তিনি। তখনই তাঁর ফোনে আসে একই রকম একটি বিয়ের নিমন্ত্রণপত্র। বিনা সন্দেহে তিনি ফাইলটি ডাউনলোড করেন, আর কয়েক মুহূর্তের মধ্যেই ২৪,০০০ টাকা উধাও হয়ে যায় তাঁর অ্যাকাউন্ট থেকে।

advertisement

একটি গ্রাম নয়, প্রতারণার জাল ছড়িয়েছে চারদিকে!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এটা শুধু একটি গ্রামের ঘটনা নয়। রাজকোটের ভেজাগাম গ্রামে একসঙ্গে ১০ জনের ফোন হ্যাক হয়। প্রথমে গ্রামের সরপঞ্চ জিতু ভাইয়ের ফোন হ্যাক হয়, তারপর তাঁর সংস্পর্শে আসা আরও কয়েকজনের ফোন হ্যাক হয়ে যায়। তবে সৌভাগ্যবশত, তিনি তৎক্ষণাৎ ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্ট ব্লক করিয়ে নেন। না হলে কয়েক লক্ষ টাকা খোয়া যেতে পারত!

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
'আমার বিয়েতে এসো' আত্মীয়ের বিয়ের 'কার্ড' এল মেসেজে, PDF খুলতেই সর্বনাশ...! ফাঁকা হয়ে গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল