TRENDING:

জলের লাইনই নেই, বিল এল ৪৫ হাজার টাকা...! তার পর যা জানা গেল...বড় চমক!

Last Updated:

থিওগে জল সংযোগ না থাকা সত্ত্বেও ৪৫ হাজার টাকার জল বিল পেয়ে শোরগোল। বিধায়ক কুলদীপ রাঠোর দ্রুত সমাধানের নির্দেশ দেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর কংগ্রেস সরকারের সমালোচনা করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলের বিল এল ৪৫ হাজার টাকা! এদিকে নেই কোনও জলের লাইন! ঘটনায় ব্যাপক শোরগোল। এমনও হয়? ঘটনাটি সামনে আসে যখন বিধায়ক কুলদীপ রাঠোর থিওগে এক সরকারি বৈঠকের আয়োজন করেন। বৈঠকে উপস্থিত ব্যবসায়ী সৌরভ জোশি জানান, তার একটি গুদামঘর রয়েছে, যেখানে জল সংযোগ নেই, কারণ সেখানে পানীয় জলের প্রয়োজন হয় না। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি সেই বাড়ির জন্যই বিশাল অঙ্কের জল বিল পেয়েছেন। তাঁর অভিযোগ শুনে প্রশাসনিক কর্মকর্তারা লজ্জায় পড়ে যান।
জলের বিল এল ৪৫ হাজার টাকা! এদিকে নেই কোনও জলের লাইন! ঘটনায় ব্যাপক শোরগোল। এমনও হয়? ঘটনাটি সামনে আসে যখন বিধায়ক কুলদীপ রাঠোর থিওগে এক সরকারি বৈঠকের আয়োজন করেন।
জলের বিল এল ৪৫ হাজার টাকা! এদিকে নেই কোনও জলের লাইন! ঘটনায় ব্যাপক শোরগোল। এমনও হয়? ঘটনাটি সামনে আসে যখন বিধায়ক কুলদীপ রাঠোর থিওগে এক সরকারি বৈঠকের আয়োজন করেন।
advertisement

আরও পড়ুন- ট্রেনের টয়লেটে ‘অস্বস্তিকর’ শব্দ…! কী চলছে ভিতরে? GRP এসে দরজা ভাঙতেই গলগল করে বেরোল…!

বিষয়টি জানার পর বিধায়ক কুলদীপ রাঠোর জল শক্তি বিভাগের কর্মকর্তাদের দ্রুত সমস্যার সমাধান করার নির্দেশ দেন। তিনি আরও জানান, থিওগ জল সরবরাহ নিয়ে আগে থেকেই ভিজিল্যান্স বিভাগ তদন্ত চালাচ্ছে, এবং এই সংক্রান্ত একটি বড় সিদ্ধান্ত খুব শীঘ্রই নেওয়া হবে। হিমাচল প্রদেশের জল শক্তি বিভাগের প্রশাসনিক ব্যর্থতা নিয়েই প্রশ্ন উঠছে এর পর।

advertisement

আরও পড়ুন- ভুলেও ছোঁবেন না ‘মটরশুঁটি’, যদি থাকে ৬ রোগ…! আপনার ‘চিরশত্রু’ এই সবুজ সবজি, কেন জানেন?

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। তিনি কংগ্রেসের নেতৃত্বাধীন সুখবিন্দর সিংহ সুখু সরকারের কঠোর সমালোচনা করে বলেন, “কী চলছে থিওগে? কোনও কল সংযোগ ছাড়াই ৪৫,০০০ টাকার বিল পাঠানো হল কেন?” তিনি এই ঘটনাকে ‘সিস্টেম চেঞ্জ’-এর নামে প্রশাসনিক বিশৃঙ্খলার আরও একটি প্রমাণ বলে উল্লেখ করেন।

advertisement

আরও পড়ুন- হাতে প্রাণঘাতী অস্ত্র! সীমান্তে বেড়া ভাঙতে এগিয়ে আসছিল ‘৬ জন’…! রুখে দাঁড়ালেন BSF নারী! তার পর?

সরকারি সূত্র অনুযায়ী, এই ভুল শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং গোটা জল সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের দুর্নীতির ইঙ্গিত দেয়। এ নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে শীঘ্রই তদন্ত কমিটি গঠন করা হতে পারে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এখন প্রশ্ন উঠছে, শুধুমাত্র থিওগ নয়, হিমাচল প্রদেশের অন্যান্য এলাকায়ও কি এমন ধরনের বিলিং বিভ্রান্তি হচ্ছে? সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা প্রশাসনের দক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
জলের লাইনই নেই, বিল এল ৪৫ হাজার টাকা...! তার পর যা জানা গেল...বড় চমক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল