TRENDING:

Viral Video: রাণু মণ্ডলের পর শানুর গান গেয়ে তুমুল ভাইরাল দাঁতনের হতদরিদ্র গয়াপ্রসাদ! কাঁদছেন মা!

Last Updated:

Viral Video: চোখ বুজে গান শুনলে বুঝতেই পারবেন না কে গাইছে? একেবারে কুমার শানু! রাণু মণ্ডলের পর ভাইরাল এই যুবক!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাঁতন: চোখ বন্ধ করে শুনলে বুঝতে পারবেন না গান কে গাইছে। হুবহু কুমার শানুর গলায় গান গেয়ে ভাইরাল দাঁতনের যুবক। আর্থিক কষ্টকেও উপেক্ষা করে এখনও গানের চর্চা করে যাচ্ছেন দাঁতনের প্রত্যন্ত গ্রাম একতারপুরের বাসিন্দা গয়াপ্রসাদ দাস। কাঠের কাজ করে কোনওভাবে সংসার চালান গয়াপ্রসাদ।তারপর চলে গানের চর্চা।
advertisement

ছোটবেলায় শাহরুখ খান অভিনীত একটি সিনেমায় কুমার শানুর গলায় গান শুনে কুমার শানুর গানের প্রতি আগ্রহ বাড়ে গয়াপ্রসাদের। সংসারে অভাব অনটন থাকলেও, মনের প্রবল জেদ নিয়ে চলে তার গানের চর্চার। সে অর্থে প্রথাগত কোনও তালিম না পেলেও স্থানীয় বেশ কিছু প্রশিক্ষকের কাছ থেকে শেখেন গানের স্বরলিপি। নিজের ইচ্ছায় ট্রাক মিউজিকের মধ্য দিয়ে কুমার শানুর গলায় গান গেয়ে চলেছেন দাঁতনের একতারপুরের সঙ্গীত শিল্পী গয়াপ্রসাদ। ত্রিপল চাপানো সামান্য ভাঙাচোরা বাড়িতে থেকে কোনওভাবে গানকে টিকিয়ে রেখেছেন শিল্পী।

advertisement

আরও পড়ুন: এবার সন্তানের জন্য ভাড়া করা যাবে ‘মা’! খাওয়া-দাওয়া থেকে ভালবাসা, সব পাওয়া যাবে! জানুন বিস্তারিত

আরও পড়ুন: 

View More

১৯৯৭ সাল থেকে এখনও পর্যন্ত কুমার শানুর গলায় গান গাওয়ার চর্চা জিইয়ে রেখেছেন তিনি।১৯৯৭ সালের আগে লোকের বাড়িতে কাজ করে যেটাকা রোজগার হত তাতেই চলত সংসার। এরপর একে একে গানের প্রতি ঝোঁক বাড়ে।বাড়ে কুমার শানুর গলার প্রতি নেশা। বারংবার গান ছাড়া চেষ্টা করলেও কোনওভাবে ভুলতে পারেনি সঙ্গীতকে। গান এবং কুমার শানুর গলায় গাওয়া গান যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে তাকে।এখনও দিনমজুরি করে কোনও ভাবে চালাতে হয় সংসার। মাঝে যদি দু একটা অনুষ্ঠানে ডাক পান তো তাতেই চলে তার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: রাণু মণ্ডলের পর শানুর গান গেয়ে তুমুল ভাইরাল দাঁতনের হতদরিদ্র গয়াপ্রসাদ! কাঁদছেন মা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল