Rental Mother: এবার সন্তানের জন্য ভাড়া করা যাবে 'মা'! খাওয়া-দাওয়া থেকে ভালবাসা, সব পাওয়া যাবে! জানুন বিস্তারিত
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Rental Mother: সন্তানের দেখাশুনো, আদর যত্নের জন্য ভাড়ায় পাওয়া যাচ্ছে মা! কীভাবে পাবেন? জানুন
পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘতে যা সত্যিই আজব! এই যেমন কিছু দিন আগে শোনা গিয়েছিল ভাড়ায় প্রেমিক বা প্রেমিকা পাওয়া যাচ্ছে। আপনি টাকা দিলে সেই প্রেমিক বা প্রেমিকা আপনাকে সঙ্গে দেবেন। আপনার সঙ্গে সোশ্যাল পার্টিতে যাবেন! এই চুক্তি ঘণ্টা বা দিন হিসেবে করা হয়! তবে এই প্রেমিক বা প্রেমিকা আপনাকে যৌন সুখ দেবেন না! শুধু মাত্র আপনাকে সঙ্গ দেবেন! কিন্তু কখনও শুনেছেন ভাড়ায় মা পাওয়া যাওয়ার কথা! হ্যাঁ, অবাক হলেও এটাই সত্যি। এবার টাকা দিলেই পেয়ে যাবেন মা! আর সেই মা আপনার সব কিছুর খেয়াল রাখবেন। একেবারে সন্তান স্নেহে ভালবাসবেন! (photo source collected)
advertisement
সম্প্রতি নিউইর্য়ক পোস্টের একটি রিপোর্টে এই চাঞ্চল্যকর খবর সামনে এসেছে! এই শহরে বহু ছাত্র-ছাত্রীরা পড়াশুনো করতে যায়! কিন্তু তারা বিদেশ গেলে আসল মা-বাবার সন্তানের জন্য চিন্তা লেগেই থাকে! যে সে ঠিকমতো খাচ্ছে কিনা। ঘুম হচ্ছে কিনা। পড়াশুনো করছে তো। শরীর খারাপ হলে কে দেখবে? এই সব চিন্তা এবার গায়েব! কারণ টাকা দিলেই পেয়ে যাবেন মা!(photo source collected)
advertisement
ট্যামি কিউমিন নামের এক ৭০ বছরের মহিলা ১৯৯৩ সাল থেকে এই নতুন ব্যবসা চালাচ্ছেন। তিনি নিজে তিন সন্তানের মা। তার ছয়জন নাতিও আছে। তিনি নানা রকম ছোট খাট কাজ করে সংসার চালাতেন। তখনই তার মাথায় আসে। যদি অন্য দেশ থেকে পড়তে আসা বাচ্চাদের তিনি খেয়াল রাখেন, এবং তার বদলে টাকা নেন। তবে সে কাজে তার রোজগারও হবে। আর বাচ্চারা মায়ের যত্নও পাবে।(photo source collected)
advertisement
advertisement