ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি পাখি অবিকল মানুষের মতো কথা বলছে। শুধু তাই নয়, পাখিটি তার মালিকের কাঁধে বসে শব্দগুলি পুনরাবৃত্তি করে চলেছে। এত স্পষ্ট কথা বলছে যে, শুনলে মনে হয় যেন পাখি নয়, মানব শিশু কথা বলছে।
আরও পড়ুন: বিষের সমান ‘এই’ শাক…! পাকস্থলীতে গেলেই বারোটা বাজাবে শরীরের! ভুলেও ছোঁবেন না ‘এঁরা’
advertisement
ইনস্টাগ্রাম ব্যবহারকারী চিন্ময় নায়ক (@chinmay.nayak.965) সম্প্রতি তাঁর অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন যাতে তাকে তার পোষা শালিক পাখির সঙ্গে কথা বলতে দেখা যায়। তার অ্যাকাউন্টে আরও কিছু ভিডিও রয়েছে যাতে তিনি একই পাখির সঙ্গে নানা ধরণের মজা করছেন দেখা যায়। ভিডিওতে পাখিটিকে ওই ব্যক্তি কখনও তাঁর মাথায় বসিয়েছেন আবার কখনও কাঁধে।
আরও পড়ুন: ট্রেনের এসি কামরায় তাপমাত্রা ‘কত’ থাকে? ৯০% মানুষই জানেন না সত্যিটা! আপনি জানেন?
ভিডিওতে দেখা যাচ্ছে চিন্ময় নায়েকের পোষা পাখিটি কাঁধে বসে বার বার তাঁকে ‘ওই’ ‘ওই’ বলে ডাকছেন। প্রভু যতবার কথা বলছে, পাখিটিও তার পুনরাবৃত্তি করছে। একটা সময় সে চুপ হয়ে যায়, তারপর চিন্ময় তার কথা বারবার বলতে থাকে। এই কথা শুনে ময়না আবার ‘ওই’ বলতে শুরু করে। তার কন্ঠ শুনে মনে হয় যেন একটা ছোট্ট শিশু কথা বলছে।
ভিডিওটি ইনস্টাগ্রামে ১৩ লাখেরও বেশি ভিউ পেয়েছে এবং অনেকে মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন এই ভিডিও দেখে। অনেকে মজা করে বলছেন, এই পাখিটি আদতে হয়তো তোতাপাখি ছিল কিন্তু সূর্যের আলো ও গরমের কারণে শালিক পাখি হয়ে গিয়েছে। একজন নেটনাগরিক আবার মন্তব্য করেন, “শালিক পাখি তোতাপাখির চেয়ে বরং আরও স্পষ্ট কথা বলে।” অপর একজন নেটিজেনদের কথায়, “পাখিটির গলার স্বর খুব সুন্দর, বাচ্চাদের মতো।”